সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ আদালত চত্বরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবির রোমেন। তিনি বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়েজ আহমেদ জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—একই গ্রামের সাজিদ মিয়া, সেবুল মিয়া, এহসানুল করিম, ইসরাইল আলী মারজান।
রায় ঘোষণার সময় ফয়েজ আহমেদ ও সেবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। সাজিদ মিয়া জামিন পেয়ে পলাতক রয়েছেন এবং এহসানুল করিম, ইসরাইল আলী মারজান হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন মিয়াকে হত্যা করা হয়। ২০২২ সালের ২১ জুলাই (বৃহস্পতিবার) নিহত খোকনের একটি ননজিআর মামলার হাজিরা দিতে যান ফয়েজ আহমেদসহ দণ্ডপ্রাপ্তরা। মামলায় জামিন পেয়ে আইনজীবী সমিতির সামনে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ফয়েজের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা করেন তারা।
এ সময় ফয়েজ আহমেদ তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে খোকনের পেটের ডান পাশে উপর্যুপরি আঘাত করে। সঙ্গে সঙ্গে খোকন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর স্বজনসহ আদালত প্রাঙ্গণে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন।
সুনামগঞ্জ আদালত চত্বরে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবির রোমেন। তিনি বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়েজ আহমেদ জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—একই গ্রামের সাজিদ মিয়া, সেবুল মিয়া, এহসানুল করিম, ইসরাইল আলী মারজান।
রায় ঘোষণার সময় ফয়েজ আহমেদ ও সেবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। সাজিদ মিয়া জামিন পেয়ে পলাতক রয়েছেন এবং এহসানুল করিম, ইসরাইল আলী মারজান হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন মিয়াকে হত্যা করা হয়। ২০২২ সালের ২১ জুলাই (বৃহস্পতিবার) নিহত খোকনের একটি ননজিআর মামলার হাজিরা দিতে যান ফয়েজ আহমেদসহ দণ্ডপ্রাপ্তরা। মামলায় জামিন পেয়ে আইনজীবী সমিতির সামনে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ফয়েজের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা করেন তারা।
এ সময় ফয়েজ আহমেদ তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে খোকনের পেটের ডান পাশে উপর্যুপরি আঘাত করে। সঙ্গে সঙ্গে খোকন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর স্বজনসহ আদালত প্রাঙ্গণে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন।
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩০ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে