নিজস্বপ্রতিবেদক, সিলেট
সিলেটে ছাত্রদলের মিছিলে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে হজরত শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজী জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানার এ মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আটজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপি ছাত্রদলের সদস্য জুনায়েদ হোসেইন (৩০), মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন (৩৪), সিলেট সদর উপজেলা যুবদলের সদস্য রাজু আহমদ (৩৮), সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে কামরুল হাসান (২৫), মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু (৩৮), নগরীর বনকলাপাড়া ৪৬ নম্বর বাসার মৃত জামাল উদ্দিন খানের ছেলে পারভেজ খান জুয়েল (৩৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের হালাবাদি গ্রামের রবিউল আউয়ালের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্নামপুর গ্রামের আকবর মিয়ার ছেলে এবং নগরীর কানিশাইল সজিব মিয়ার কলোনির বাসিন্দা মো. হাফিজুর (২৫)।
মামলায় উল্লেখ করা হয়েছে, গতকাল বেলা তিনটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন। তাঁরা নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিচ্ছিল।
মামলায় আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের নেতা-কর্মীদের শান্ত হওয়ার জন্য বললে তাঁরা উত্তেজিত হয়ে সরকারি গাড়িতে বাধা দেন এবং হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। আলামত হিসেবে সেখান থেকে ১৮টি বাঁশের লাঠি ও ১৫ ইটের টুকরো জব্দ করা হয়।
সিলেটে ছাত্রদলের মিছিলে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে হজরত শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজী জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানার এ মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আটজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপি ছাত্রদলের সদস্য জুনায়েদ হোসেইন (৩০), মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন (৩৪), সিলেট সদর উপজেলা যুবদলের সদস্য রাজু আহমদ (৩৮), সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে কামরুল হাসান (২৫), মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু (৩৮), নগরীর বনকলাপাড়া ৪৬ নম্বর বাসার মৃত জামাল উদ্দিন খানের ছেলে পারভেজ খান জুয়েল (৩৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের হালাবাদি গ্রামের রবিউল আউয়ালের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্নামপুর গ্রামের আকবর মিয়ার ছেলে এবং নগরীর কানিশাইল সজিব মিয়ার কলোনির বাসিন্দা মো. হাফিজুর (২৫)।
মামলায় উল্লেখ করা হয়েছে, গতকাল বেলা তিনটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন। তাঁরা নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিচ্ছিল।
মামলায় আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের নেতা-কর্মীদের শান্ত হওয়ার জন্য বললে তাঁরা উত্তেজিত হয়ে সরকারি গাড়িতে বাধা দেন এবং হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। আলামত হিসেবে সেখান থেকে ১৮টি বাঁশের লাঠি ও ১৫ ইটের টুকরো জব্দ করা হয়।
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
১২ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
২৯ মিনিট আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
৩৬ মিনিট আগে