শেখ হাসিনা পদত্যাগ করেননি: অজ্ঞাত স্থান থেকে সাবেক মেয়রের ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ২০: ৫৪

‘শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাঁকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।’ বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজ শনিবার আনুমানিক বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে হাজির হন তিনি। অজ্ঞাত স্থান থেকে ১৮ মিনিটের লাইভে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গুণকীর্তন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। 

ফেসবুক লাইভের ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রিয় দেশবাসী আসসালামুয়াইলাইকুম।’ এরপর তিনি সিলেটবাসী তথা দেশবাসীকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

ভিডিও বার্তায় আনোয়ারুজ্জামান বলেন, ‘শেখ হাসিনাকে জোরপূর্বক “হত্যা” করার জন্য ড. ইউনুস, হামিদ কারজাই ও তাদের দোসররা ক্ষমতা দখল করেছে। আমি সিলেটের নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামানসহ ১২ সিটি করপোরেশনের মেয়র, পৌর মেয়র, জেলা পরিষদ-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বাদ দিয়ে ড. ইউনূস সরকার স্বৈরাচারী মনোভাব দেখিয়েছেন। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এমনকি তাঁর উপদেষ্টারাও গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাঁরা দেশকে জিম্মি করেছেন।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা–কর্মীর বাড়িঘর ভেঙে পুড়িয়ে দিয়েছে, যে কালচার কোনো দিনই বাংলাদেশে ছিল না। তারা–পুলিশসহ নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে। এ রকম তারা আমাদের হাজার হাজার নেতা–কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে। বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকদের বেইজ্জতি করেছে। এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে।’ 

শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাঁকে জোর করে দেশছাড়া করা হয়েছে। দেশে থাকলে তাঁকে হত্যা করা হতো। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।’ 

আনোয়ারুজ্জামানের এই লাইভে অন্তত পাঁচ হাজার ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে বেশির ভাগই তাঁর দিকে নেতিবাচক মন্তব্য ছুড়ে দেন। অনেকে আবার তাঁর কাছে জানতেও ছেয়েছেন তিনি এখন কোথায় আছেন? সিলেটে নেই কেন? 

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়েন। এর পর থেকেই আত্মগোপনে চলে যান আনোয়ারুজ্জামান। আলোচনায় আছে, তিনি কয়েক দিন আগে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যান এবং সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান।

এর আগে গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান। ওই বছরের ৭ নভেম্বর নগরভবনে মেয়রের বসে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত