সিলেট প্রতিনিধি
সিলেটে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের একজন একটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের নেতা, অপরজন হলেন জেলা ছাত্রদলের নেতা। তাঁরা দুজন ভালো বন্ধু ছিলেন বলে জানা গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাটের বহরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবি পোস্ট করে তাঁদের স্মরণ করছেন, বিভিন্ন স্মৃতি শেয়ার করছেন দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা।
নিহতরা হলেন মো. ওবায়দুল্লাহ ইসহাক। তিনি সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য, অপরজন সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রশীদ।
পুলিশ বলছে, ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাঁদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি কী কারণে দাঁড়ানো ছিল, খতিয়ে দেখছে পুলিশ।’
এদিকে তাঁদের মৃত্যুর খবরে অনেকেই শোকার্ত হয়েছেন। নিহত দুজন দুই দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সজ্জন হিসেবে এলাকায় তাঁদের দুজনেরই সুনাম রয়েছে বলে জানা গেছে। সবার সঙ্গেই তাঁদের আন্তরিক সম্পর্ক ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন অনেকেই।
নিহত ওবায়দুল্লাহ ইসহাক প্রসঙ্গে কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ ফেসবুকে লিখেছেন, ‘আমার অন্তর কাঁপছে, জীবনের অনেক প্রশ্নের হিসাব মিলছে না! ভালো মানুষগুলো কেন অকালেই চলে যায়? সবচেয়ে বেশি মনে হচ্ছে তার মুখের সুন্দর ভাষা, সুন্দর আগামীর পরিকল্পনা। আমি জানতামও না, এই ছবিই হবে তার সঙ্গে আমার শেষ ছবি। মহান আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করুন, আমিন।’
নিহত এম হাফিজুর রশীদের প্রসঙ্গে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন লিখেছেন, ‘হাফিজ আর আমি একই মায়ের গর্ভে না হলেও আপন ছোট ভাইয়ের যে দায়িত্ব, সে অক্ষরে অক্ষরে পালন করত। এই স্মৃতি কখনো ভোলার নয়। তার চালচলন, ব্যবহার ছিল মনে রাখার মতো। আল্লাহপাক মায়ার ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন।’
সিলেটে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের একজন একটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের নেতা, অপরজন হলেন জেলা ছাত্রদলের নেতা। তাঁরা দুজন ভালো বন্ধু ছিলেন বলে জানা গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাটের বহরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবি পোস্ট করে তাঁদের স্মরণ করছেন, বিভিন্ন স্মৃতি শেয়ার করছেন দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা।
নিহতরা হলেন মো. ওবায়দুল্লাহ ইসহাক। তিনি সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য, অপরজন সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রশীদ।
পুলিশ বলছে, ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাঁদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি কী কারণে দাঁড়ানো ছিল, খতিয়ে দেখছে পুলিশ।’
এদিকে তাঁদের মৃত্যুর খবরে অনেকেই শোকার্ত হয়েছেন। নিহত দুজন দুই দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সজ্জন হিসেবে এলাকায় তাঁদের দুজনেরই সুনাম রয়েছে বলে জানা গেছে। সবার সঙ্গেই তাঁদের আন্তরিক সম্পর্ক ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন অনেকেই।
নিহত ওবায়দুল্লাহ ইসহাক প্রসঙ্গে কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ ফেসবুকে লিখেছেন, ‘আমার অন্তর কাঁপছে, জীবনের অনেক প্রশ্নের হিসাব মিলছে না! ভালো মানুষগুলো কেন অকালেই চলে যায়? সবচেয়ে বেশি মনে হচ্ছে তার মুখের সুন্দর ভাষা, সুন্দর আগামীর পরিকল্পনা। আমি জানতামও না, এই ছবিই হবে তার সঙ্গে আমার শেষ ছবি। মহান আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করুন, আমিন।’
নিহত এম হাফিজুর রশীদের প্রসঙ্গে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন লিখেছেন, ‘হাফিজ আর আমি একই মায়ের গর্ভে না হলেও আপন ছোট ভাইয়ের যে দায়িত্ব, সে অক্ষরে অক্ষরে পালন করত। এই স্মৃতি কখনো ভোলার নয়। তার চালচলন, ব্যবহার ছিল মনে রাখার মতো। আল্লাহপাক মায়ার ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন।’
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
২৭ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৪১ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
৩ ঘণ্টা আগে