কোম্পানীগঞ্জে কর্মহীনদের সহায়তা প্রদান

প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২১, ২১: ৫৮

কোম্পানীগঞ্জ (সিলেট): কোভিড-১৯ ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে যাওয়া কোম্পানীগঞ্জের ৩৩ জনকে এক হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আ­­­­লী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৩ জন কর্মহীনকে নগদ এক হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। সুবিধাভোগীদের মধ্যে ভ্যান চালক, রিকশা চালক, নৌকার মাঝি ও ফটোগ্রাফার রয়েছেন। এ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত