কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় কাজে যেতে পারেননি শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
উপজেলার চা-শ্রমিকেরা জানান, তীব্র শীতে অধিকাংশ চা-শ্রমিকদের গরম কাপড় নেই। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। অনেক চা-শ্রমিক ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। অনেকেই বহির্বিভাগে সেবা নিয়ে বাড়িতে যাচ্ছে। শীত থেকে রক্ষা পেতে সব সময় গরম কাপড় পড়াতে হবে।
নিম্ন আয়ের মানুষেরা জানান, কিছুদিন ধরে তীব্র শীত পড়েছে একই সঙ্গে ঘন কুয়াশা। শীতে অনেক শ্রমজীবী মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য কাজে যেতে পারছেন না তাঁরা।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান।
চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিকদের। তাদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে চা-শ্রমিকেরা।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধানের চারা রোপণ করছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক জায়গায় বোরো ধানের বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। এ জন্য কৃষকেরা শ্রমিক সংকট অবস্থায় ধানের চারা রোপণ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, শীতের যত তীব্রতা বাড়ছে ততই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি এখন সকল বয়সী মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। যতটুকু সম্ভব গরম কাপড় পড়ে থাকতে হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় কাজে যেতে পারেননি শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
উপজেলার চা-শ্রমিকেরা জানান, তীব্র শীতে অধিকাংশ চা-শ্রমিকদের গরম কাপড় নেই। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। অনেক চা-শ্রমিক ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। অনেকেই বহির্বিভাগে সেবা নিয়ে বাড়িতে যাচ্ছে। শীত থেকে রক্ষা পেতে সব সময় গরম কাপড় পড়াতে হবে।
নিম্ন আয়ের মানুষেরা জানান, কিছুদিন ধরে তীব্র শীত পড়েছে একই সঙ্গে ঘন কুয়াশা। শীতে অনেক শ্রমজীবী মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য কাজে যেতে পারছেন না তাঁরা।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান।
চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিকদের। তাদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে চা-শ্রমিকেরা।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধানের চারা রোপণ করছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক জায়গায় বোরো ধানের বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। এ জন্য কৃষকেরা শ্রমিক সংকট অবস্থায় ধানের চারা রোপণ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, শীতের যত তীব্রতা বাড়ছে ততই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি এখন সকল বয়সী মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। যতটুকু সম্ভব গরম কাপড় পড়ে থাকতে হবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৭ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৮ ঘণ্টা আগে