সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের হাওরের ফসল ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি ধর্মপাশা উপজেলার ডোবাইল হাওরের ক্ষতিগ্রস্ত ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
এ সময় বাধ এলাকা পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বাধ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করার নির্দেশ প্রদান করেন তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল হালিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) নক্সা এনায়েত উল্লাহ। এতে সদস্যসচিব করা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুলকে।
কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটির কাজের গুণগত মান যাচাই, কম্পোনেন্ট ওয়াইজ কাজের অগ্রগতি, সামগ্রিক কাজের অগ্রগতি এবং পরবর্তী বছরে কাজ বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, গত পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার ফলে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পায়। এতে হাওরের ফসলরক্ষা বাঁধগুলো ঝুঁকির মধ্যে পরে। এই সময়ে ফসল রক্ষা বাঁধ ভেঙে জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের বোয়ালাই বাঁ, টাঙ্গুয়ার হাওরের নজরখালি, দিরাই উপজেলা চাপতির হাওরের বাঁধসহ মোট ১১টি বাঁধ ভেঙে প্রায় ৮ হাজার হেক্টর ফসল তলিয়ে যায়। বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় কৃষকেরা ক্ষোভে ফেঁপে ওঠেন। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম ধর্মপাশা ও দিরাই উপজেলা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। এ সময় ধর্মপাশা উপজেলার বোয়ালাই বাঁধে পরিদর্শনের সময় মন্ত্রীর কাছে এক কৃষক উপজেলা বেশ কজন আওয়ামী লীগ নেতা ও উপজেলা প্রশাসনের ওপর দায় দেন।
তদন্ত কমিটির আহ্বায়ক পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন বলেন, বর্তমানে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এগুলোকে সংস্কার করার নির্দেশ দিয়েছি। তদন্ত করে যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া যাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জের হাওরের ফসল ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি ধর্মপাশা উপজেলার ডোবাইল হাওরের ক্ষতিগ্রস্ত ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
এ সময় বাধ এলাকা পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বাধ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করার নির্দেশ প্রদান করেন তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল হালিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) নক্সা এনায়েত উল্লাহ। এতে সদস্যসচিব করা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুলকে।
কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটির কাজের গুণগত মান যাচাই, কম্পোনেন্ট ওয়াইজ কাজের অগ্রগতি, সামগ্রিক কাজের অগ্রগতি এবং পরবর্তী বছরে কাজ বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, গত পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার ফলে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পায়। এতে হাওরের ফসলরক্ষা বাঁধগুলো ঝুঁকির মধ্যে পরে। এই সময়ে ফসল রক্ষা বাঁধ ভেঙে জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের বোয়ালাই বাঁ, টাঙ্গুয়ার হাওরের নজরখালি, দিরাই উপজেলা চাপতির হাওরের বাঁধসহ মোট ১১টি বাঁধ ভেঙে প্রায় ৮ হাজার হেক্টর ফসল তলিয়ে যায়। বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় কৃষকেরা ক্ষোভে ফেঁপে ওঠেন। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম ধর্মপাশা ও দিরাই উপজেলা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। এ সময় ধর্মপাশা উপজেলার বোয়ালাই বাঁধে পরিদর্শনের সময় মন্ত্রীর কাছে এক কৃষক উপজেলা বেশ কজন আওয়ামী লীগ নেতা ও উপজেলা প্রশাসনের ওপর দায় দেন।
তদন্ত কমিটির আহ্বায়ক পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন বলেন, বর্তমানে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এগুলোকে সংস্কার করার নির্দেশ দিয়েছি। তদন্ত করে যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া যাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ।
১১ মিনিট আগেসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।
২৪ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে নিজেদের পরিচয় প্রকাশ করেন তাঁরা।
২৪ মিনিট আগে