ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৯: ৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ এবং ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আখালিয়া গ্যাস স্টেশন গিয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী ছাড়াও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের নানান স্লোগান দিতে দেখা যায়। 

কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ও শাবিপ্রবির সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। বর্তমান আন্দোলন শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ নেই। আমাদের এতগুলো ভাইকে শহীদ, অত্যাচার ও গ্রেপ্তার করা হয়েছে। এ সকল অমানুষিক নির্যাতনের বিষয়গুলোর যতক্ষণ না পর্যন্ত সঠিক ফয়সালা হবে তত দিন এই স্বৈরাচার সরকারের কোনো ছলচাতুরি কাজে আসবে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত