শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেক থেকে আলমগীর মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
আলমগীর মিয়া নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনমজুরের কাজ করতে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত শ্রমিক ফুড কোর্টের পাশের লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুডকোর্টের এক কর্মচারী জানান, দুপুরের দিকে তার খাবার দোকান থেকে পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা ১টার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এ ছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব।’
সিলেট শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেক থেকে আলমগীর মিয়া (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
আলমগীর মিয়া নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনমজুরের কাজ করতে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত শ্রমিক ফুড কোর্টের পাশের লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুডকোর্টের এক কর্মচারী জানান, দুপুরের দিকে তার খাবার দোকান থেকে পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা ১টার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এ ছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব।’
টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা বেগম এ রায় দেন।
১১ মিনিট আগেঅভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
১৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ।
২২ মিনিট আগেসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।
৩৫ মিনিট আগে