বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে সেতু নির্মাণ

প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট) 
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২০

প্রবাসীর অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে একটি সেতু নির্মাণ করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলাম রুহেলের অর্থায়নে একটি ৪০০ ফুট রাস্তায় সেতুটি নির্মাণ করা হয়েছে। ওই সেতুটি নির্মাণে ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের নাইয়ার খালে নবনির্মিত এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, প্রবাসীরা দেশের সকল উন্নয়ন ও দুর্যোগে আমাদের পাশে দাঁড়ান। তাদের কষ্টার্জিত টাকা আমাদের জন্য ব্যয় করেন। প্রবাসীরা এভাবে উন্নয়ন অবকাঠামো নির্মাণে এগিয়ে আসলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এ সময় প্রবাসীর এ মহানুবতার ভূয়সী প্রশংসা করে তিনি। 

স্থানীয় ইউপি সদস্য পাবেল সামাদের সভাপতিত্বে ও যুক্তরাজ্যপ্রবাসী বেদারউদ্দিন চৌধুরী ঝন্টুর পরিচালনায় উদ্বোধন পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর, শাহ ফারুক, মুহিত চৌধুরী, জাহিদুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুর রহিম, স্থানীয় মুরব্বী ইমান আলী, সংগঠক আমিনুল ইসলাম নুনু, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, আছকির আলী, তাহির আলী প্রমুখ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত