সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গত রোববার গ্রেপ্তার হন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জন। তাঁদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পরদিন সোমবার কারাগারে পাঠানো হয়। পরে আজ বুধবার বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেন আদালত। বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা।
জামিনের পর কারাগার থেকে আজ বুধবার রাত ১০টায় মুক্তি পেয়েছেন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩২ জন। রাত ৮টায় আদালত থেকে জামিনের কাগজ কারাগারে আসার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদেরকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ প্রত্যেকের অভিভাবকদের কাছে তাঁদের তুলে দেন।
এর আগে বুধবার বেলা ১টায় সুনামগঞ্জের মুখ্য বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে বুয়েট শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও আব্দুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তি তর্ক শেষে মুখ্য বিচারিক আদালত বুয়েটের বর্তমান ২৪ জন, সাবেক ৭ জনসহ ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
মুখ্য বিচারিক আদালতে পুলিশের পক্ষ থেকে জামিন না দেওয়ার জন্য ও বুয়েট শিক্ষার্থীদের বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে আরও অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বুয়েট শিক্ষার্থীদের স্বজনরা হাজির হন। জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পরেন।
বুয়েট শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি এবং তাঁদের জামিন দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নজির স্থাপন করলেন।’
তিনি বলেন, এসব কোমলমতি শিক্ষার্থীরা দেশের সম্পদ। তাঁদেরেকে এমন কঠিন একটি মামলা থেকে জামিন দেওয়ায় আইনজীবীসহ সকল অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
অপর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তাঁরা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এতজন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।’
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। তাদের আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।
সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গত রোববার গ্রেপ্তার হন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জন। তাঁদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পরদিন সোমবার কারাগারে পাঠানো হয়। পরে আজ বুধবার বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেন আদালত। বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা।
জামিনের পর কারাগার থেকে আজ বুধবার রাত ১০টায় মুক্তি পেয়েছেন বুয়েটের সাবেক–বর্তমান ৩১ শিক্ষার্থীসহ মোট ৩২ জন। রাত ৮টায় আদালত থেকে জামিনের কাগজ কারাগারে আসার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদেরকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ প্রত্যেকের অভিভাবকদের কাছে তাঁদের তুলে দেন।
এর আগে বুধবার বেলা ১টায় সুনামগঞ্জের মুখ্য বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে বুয়েট শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও আব্দুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তি তর্ক শেষে মুখ্য বিচারিক আদালত বুয়েটের বর্তমান ২৪ জন, সাবেক ৭ জনসহ ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
মুখ্য বিচারিক আদালতে পুলিশের পক্ষ থেকে জামিন না দেওয়ার জন্য ও বুয়েট শিক্ষার্থীদের বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে আরও অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বুয়েট শিক্ষার্থীদের স্বজনরা হাজির হন। জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পরেন।
বুয়েট শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি এবং তাঁদের জামিন দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নজির স্থাপন করলেন।’
তিনি বলেন, এসব কোমলমতি শিক্ষার্থীরা দেশের সম্পদ। তাঁদেরেকে এমন কঠিন একটি মামলা থেকে জামিন দেওয়ায় আইনজীবীসহ সকল অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
অপর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তাঁরা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এতজন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।’
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। তাদের আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।
ময়মনসিংহের নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা
৯ মিনিট আগেসরেজমিন বাগান ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে ছয় বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেছেন চার বন্ধু মো. অলিউল্লাহ বায়েজিদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন ও আইনুল হক। ফলের বাগানে রয়েছে অন্তত ১০ জাতের আম, ড্রাগনসহ নানা ধরনের দেশি-বিদেশি ফল। সঙ্গে রয়েছে দার্জিলিং ও
১৪ মিনিট আগেগত ৫ আগস্ট সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার উপজেলার চন্ডিপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেগুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানেরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই দাবি জানান তারা।
৩০ মিনিট আগে