প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হল বন্ধু, বন্ধু আমার’ আধুনিক এ গানটির মতোই দুই বৃদ্ধের বন্ধুত্ব আজও টিকে আছে কিশোর বয়সের মতোই।
আনছার উদ্দিন ও সফি উদ্দিন। দুজনেরই বয়স ৭৫ বছর। করোনাভাইরাস পরিস্থিতিতে একজনের সঙ্গে অন্যজনের দেখা অনেক দিন পর। তাই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরের হাত ধরে একটি চায়ের দোকানে যান তাঁরা। শুরু করেন অনেক দিনের জমানো নানা কথা।
বয়সের ভারে আনছার ও সফি ক্লান্ত হলেও দুই বন্ধুর সম্পর্ক আর কথা বলার ধরন দৃষ্টি কাড়ে আজকের পত্রিকার প্রতিনিধির। গত বুধবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা দুই বন্ধুর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দুজনের পরিচয় কিশোর বয়সে।
আনছারের বাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে। আর সফির বাড়ি পার্শ্ববর্তী বাংলাবাড়ি। সোহাগপুর গ্রামের রাস্তা হয়ে বাংলাবাড়ি যেতে হয়। কোনো একদিন পরিচয়। সেই থেকে দুই বন্ধুর একসঙ্গে চলাফেরা।
আনছারের চার মেয়ে এক ছেলে। সফি উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে। সবার বিয়ে হয়েছে। দরিদ্র হওয়ায় আনছার পাটগ্রাম পূর্ব বাজার এলাকায় রাতে নৈশপ্রহরীর চাকরি করেন। সফি থাকেন ছেলেদের সঙ্গে।
আনছার বলেন, ‘আমাদের ছেলেবেলা থেকে বন্ধুত্ব।’
সফি বলেন, ‘আমাদের বয়সের লোক এলাকায় নাই। অনেকে মারা গেছেন। করোনার যে পরিস্থিতি চলছে, না জানি কোন দিন কী হয়।’
‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হল বন্ধু, বন্ধু আমার’ আধুনিক এ গানটির মতোই দুই বৃদ্ধের বন্ধুত্ব আজও টিকে আছে কিশোর বয়সের মতোই।
আনছার উদ্দিন ও সফি উদ্দিন। দুজনেরই বয়স ৭৫ বছর। করোনাভাইরাস পরিস্থিতিতে একজনের সঙ্গে অন্যজনের দেখা অনেক দিন পর। তাই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরের হাত ধরে একটি চায়ের দোকানে যান তাঁরা। শুরু করেন অনেক দিনের জমানো নানা কথা।
বয়সের ভারে আনছার ও সফি ক্লান্ত হলেও দুই বন্ধুর সম্পর্ক আর কথা বলার ধরন দৃষ্টি কাড়ে আজকের পত্রিকার প্রতিনিধির। গত বুধবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা দুই বন্ধুর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দুজনের পরিচয় কিশোর বয়সে।
আনছারের বাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে। আর সফির বাড়ি পার্শ্ববর্তী বাংলাবাড়ি। সোহাগপুর গ্রামের রাস্তা হয়ে বাংলাবাড়ি যেতে হয়। কোনো একদিন পরিচয়। সেই থেকে দুই বন্ধুর একসঙ্গে চলাফেরা।
আনছারের চার মেয়ে এক ছেলে। সফি উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে। সবার বিয়ে হয়েছে। দরিদ্র হওয়ায় আনছার পাটগ্রাম পূর্ব বাজার এলাকায় রাতে নৈশপ্রহরীর চাকরি করেন। সফি থাকেন ছেলেদের সঙ্গে।
আনছার বলেন, ‘আমাদের ছেলেবেলা থেকে বন্ধুত্ব।’
সফি বলেন, ‘আমাদের বয়সের লোক এলাকায় নাই। অনেকে মারা গেছেন। করোনার যে পরিস্থিতি চলছে, না জানি কোন দিন কী হয়।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৪ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৫ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৬ ঘণ্টা আগে