ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. সিদ্দিকুল ইসলাম খান। শুধু তাই নয়, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে বেড়ান তিনি। এ কাজে ব্যবহার করেন সরকারি গাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. সিদ্দিকুল ইসলাম খান যোগদানকালে সরকারের পক্ষ থেকে তাঁকে সরকারি কাজে ব্যবহারের জন্য কালো রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৮-৫৫৮৯) দেওয়া হয়। সরকারি কাজ ছাড়া উপজেলার বাইরে গাড়ি নিয়ে যেতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সংশ্লিষ্ট কারণ থাকতে হয়। অথচ ডা. সিদ্দিকুল উপজেলার বাইরে ব্যক্তিগত কাজে অন্য জেলায় নিয়মিত যাতায়াত করছেন। প্রতি মঙ্গলবার তিনি নীলফামারীর ডিমলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান। বদরগঞ্জ উপজেলা যার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।
এ ছাড়া প্রতি রোববার ডোমার উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডা. সিদ্দিকুল। পাশাপাশি সরকারি গাড়ি নিয়ে তিনি ঘন ঘন রংপুর সদরে নিজ বাসায় যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ির চালক ওমর ফারুক।
তিনি বলেন, ‘স্যার আমাকে যেখানে যেতে বলেন, আমি যাই। প্রতি মঙ্গলবার দুপুরে স্যার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি গাড়িতে ডিমলায় আসেন রোগী দেখতে। পরে রাতে স্যারকে রংপুরের বাসায় নামিয়ে দেই। আর প্রতি রোববার তাঁকে নিয়ে ডোমার উপজেলার আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে যাই। স্টেশনে অবস্থান করার নির্দেশনা থাকলেও নিয়মিত তিনি রংপুর সদরে তাঁর বাসা থেকে সরকারি গাড়িতেই বদরগঞ্জ হাসপাতালে যাতায়াত করেন।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার (১৬ আগস্ট) ডিমলা মেডিকেল মোড়ের ওই ডায়াগনস্টিক সেন্টারে গাড়ি থেকে নেমে রোগী দেখতে চেম্বারে যান ডা. সিদ্দিকুল। পরে চালক ওমর গাড়িটি ডায়াগনস্টিক সেন্টারের পাশেই রাখেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. সিদ্দিকুল ইসলাম খান বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ আমি এখানে সপ্তাহে এক দিন রোগী দেখে আসছি।’ সরকারি গাড়ি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস ও জেলার বাইরে যাওয়ার বিধান আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গাড়ি ব্যবহার করছি।’
তাঁর দাবি যাচাই করতে রংপুর জেলা সিভিল সার্জন ডা. শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি গাড়ি নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে যাওয়া বা ব্যক্তিগত কাজে যাওয়ার বিধান নেই। এ ব্যাপারে তাঁকে আগেও সতর্ক করা হয়েছিল। তারপরও যদি এমন করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. সিদ্দিকুল ইসলাম খান। শুধু তাই নয়, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে বেড়ান তিনি। এ কাজে ব্যবহার করেন সরকারি গাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. সিদ্দিকুল ইসলাম খান যোগদানকালে সরকারের পক্ষ থেকে তাঁকে সরকারি কাজে ব্যবহারের জন্য কালো রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৮-৫৫৮৯) দেওয়া হয়। সরকারি কাজ ছাড়া উপজেলার বাইরে গাড়ি নিয়ে যেতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সংশ্লিষ্ট কারণ থাকতে হয়। অথচ ডা. সিদ্দিকুল উপজেলার বাইরে ব্যক্তিগত কাজে অন্য জেলায় নিয়মিত যাতায়াত করছেন। প্রতি মঙ্গলবার তিনি নীলফামারীর ডিমলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান। বদরগঞ্জ উপজেলা যার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।
এ ছাড়া প্রতি রোববার ডোমার উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডা. সিদ্দিকুল। পাশাপাশি সরকারি গাড়ি নিয়ে তিনি ঘন ঘন রংপুর সদরে নিজ বাসায় যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ির চালক ওমর ফারুক।
তিনি বলেন, ‘স্যার আমাকে যেখানে যেতে বলেন, আমি যাই। প্রতি মঙ্গলবার দুপুরে স্যার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি গাড়িতে ডিমলায় আসেন রোগী দেখতে। পরে রাতে স্যারকে রংপুরের বাসায় নামিয়ে দেই। আর প্রতি রোববার তাঁকে নিয়ে ডোমার উপজেলার আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে যাই। স্টেশনে অবস্থান করার নির্দেশনা থাকলেও নিয়মিত তিনি রংপুর সদরে তাঁর বাসা থেকে সরকারি গাড়িতেই বদরগঞ্জ হাসপাতালে যাতায়াত করেন।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার (১৬ আগস্ট) ডিমলা মেডিকেল মোড়ের ওই ডায়াগনস্টিক সেন্টারে গাড়ি থেকে নেমে রোগী দেখতে চেম্বারে যান ডা. সিদ্দিকুল। পরে চালক ওমর গাড়িটি ডায়াগনস্টিক সেন্টারের পাশেই রাখেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. সিদ্দিকুল ইসলাম খান বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ আমি এখানে সপ্তাহে এক দিন রোগী দেখে আসছি।’ সরকারি গাড়ি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস ও জেলার বাইরে যাওয়ার বিধান আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গাড়ি ব্যবহার করছি।’
তাঁর দাবি যাচাই করতে রংপুর জেলা সিভিল সার্জন ডা. শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি গাড়ি নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে যাওয়া বা ব্যক্তিগত কাজে যাওয়ার বিধান নেই। এ ব্যাপারে তাঁকে আগেও সতর্ক করা হয়েছিল। তারপরও যদি এমন করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৪ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৪ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৫ ঘণ্টা আগে