কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।
কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।
কেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৯ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১০ ঘণ্টা আগে