কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে এসেছে। আজ বুধবার দুপুরে তারা বাড়ি ফিরে আসে। গত ৩০ জুলাই (শনিবার) উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় স্কুলের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় তারা।
বাড়ি ফিরে যাওয়া শিশুরা হলো—সাজেদুল ইসলাম সজীব (১১), মনিরুল ইসলাম (১০) ও আব্দুল্লাহ আল পলাশ (১৩)।
বাড়ি ফেরা শিশু ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম জানায়, প্রায় দুই সপ্তাহ আগে তারা তিন বন্ধু মিলে বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা করে। গত শনিবার স্থানীয় মাঠে খেলা দেখতে যায় তারা তিনজন। পরে তারা কাউনিয়া স্টেশনে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকায় যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে কাজ করে ৫০০ টাকা আয় করে। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে বুধবার বাড়িতে চলে আসে। একই কথা জানায় আব্দুল্লাহ আল পলাশ।
সাজেদুলের বাবা নুর আলম ও আব্দুল্লাহ আল পলাশের বাবা মোশারফ হোসেন বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের নিখোঁজ ছেলেরা বাড়ি ফিরে এসেছে। এর জন্য থানা-পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, ‘গত সোমবার এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। তবে নিখোঁজ তিন শিশু দুপুরে বাড়ি ফিরে এসেছে। তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঢাকায় গিয়েছিল। নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে আসায় তাদের পরিবারের লোকজন আনন্দিত।’
রংপুরের কাউনিয়ায় নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে এসেছে। আজ বুধবার দুপুরে তারা বাড়ি ফিরে আসে। গত ৩০ জুলাই (শনিবার) উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় স্কুলের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় তারা।
বাড়ি ফিরে যাওয়া শিশুরা হলো—সাজেদুল ইসলাম সজীব (১১), মনিরুল ইসলাম (১০) ও আব্দুল্লাহ আল পলাশ (১৩)।
বাড়ি ফেরা শিশু ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম জানায়, প্রায় দুই সপ্তাহ আগে তারা তিন বন্ধু মিলে বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা করে। গত শনিবার স্থানীয় মাঠে খেলা দেখতে যায় তারা তিনজন। পরে তারা কাউনিয়া স্টেশনে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকায় যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে কাজ করে ৫০০ টাকা আয় করে। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে বুধবার বাড়িতে চলে আসে। একই কথা জানায় আব্দুল্লাহ আল পলাশ।
সাজেদুলের বাবা নুর আলম ও আব্দুল্লাহ আল পলাশের বাবা মোশারফ হোসেন বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের নিখোঁজ ছেলেরা বাড়ি ফিরে এসেছে। এর জন্য থানা-পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, ‘গত সোমবার এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। তবে নিখোঁজ তিন শিশু দুপুরে বাড়ি ফিরে এসেছে। তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঢাকায় গিয়েছিল। নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে আসায় তাদের পরিবারের লোকজন আনন্দিত।’
ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে আহত শিক্ষার্থীর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় এক ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এ নিয়ে ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
২৪ মিনিট আগেবরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেসাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।
১ ঘণ্টা আগে