বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।
মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।
মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৩১ মিনিট আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
২ ঘণ্টা আগে