দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকার মূল্যমানের নয়টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্র ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন–দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কৈকুরী গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদরের সালান্দর কচুবাড়ী গ্রামের রোকনুজ্জামান (৩০), একই উপজেলার শিংপাড়া গ্রামের পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম রিপন (৩৫), জগন্নাথপুর গ্রামের মহসিন আলম (৩৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্জার সালটির হাটের নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটি পাড়ার শাহরিয়ার সরকার (১৮), রংপুর সদরের দক্ষিণ হরিদাতপুর গ্রামের মিস্টার রহমান (১৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার দশভাইপাড়ার মোহাইমেনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন গ্রামের মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের রাজা মিয়া (১৮)।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগে জাল জালিয়াতির মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার এই জালিয়াত চক্রটি বিস্তৃত অবস্থায় অবস্থান করে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তির সহায়তায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
এ পর্যন্ত তিনটি মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দিনাজপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকার মূল্যমানের নয়টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্র ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন–দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কৈকুরী গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদরের সালান্দর কচুবাড়ী গ্রামের রোকনুজ্জামান (৩০), একই উপজেলার শিংপাড়া গ্রামের পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম রিপন (৩৫), জগন্নাথপুর গ্রামের মহসিন আলম (৩৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্জার সালটির হাটের নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটি পাড়ার শাহরিয়ার সরকার (১৮), রংপুর সদরের দক্ষিণ হরিদাতপুর গ্রামের মিস্টার রহমান (১৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার দশভাইপাড়ার মোহাইমেনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন গ্রামের মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের রাজা মিয়া (১৮)।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগে জাল জালিয়াতির মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার এই জালিয়াত চক্রটি বিস্তৃত অবস্থায় অবস্থান করে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তির সহায়তায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
এ পর্যন্ত তিনটি মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
১৬ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
২৭ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৪০ মিনিট আগে