ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
গত দুই দিনে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) চেয়ে দশমিক ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করেছিল। গত দুই দিন একটানা বিপৎসীমা অতিক্রম করার ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিস্তার পানির প্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি ঘটেছে। ঘর-বাড়ি থেকে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি।
এদিকে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কিঞ্জল জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় পড়ে আছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তারা বিপাকে পড়েছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানির প্রবাহ। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।’
গত দুই দিনে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) চেয়ে দশমিক ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করেছিল। গত দুই দিন একটানা বিপৎসীমা অতিক্রম করার ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিস্তার পানির প্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি ঘটেছে। ঘর-বাড়ি থেকে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি।
এদিকে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কিঞ্জল জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় পড়ে আছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তারা বিপাকে পড়েছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানির প্রবাহ। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
২৭ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে