কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের সদর উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে বড় আবুল কালাম আজাদের (৭৫) মৃত্যুর খবরে তাঁর বোন ছকিনা খাতুনের (৭২) মৃত্যুর ঘটনায় একই পরিবারের ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত কাঠ ব্যবসায়ী দুলাল হোসেনের ভাই ইকবাল, নুর জামাল ও নুর বকশ, ইকবালের স্ত্রী আলেয়া খাতুন, দুই ছেলে মিজানুর ও আশরাফুল। এঁরা সবাই অভিযুক্ত জুবায়ের ও তাঁর বাবা দুলালের সঙ্গে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে হামলায় অংশ নিয়েছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে মূল অভিযুক্ত দুলাল হোসেন ও তাঁর ছেলে জুবায়ের এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবুল কালাম আজাদের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ আনিছুর তাঁর প্রতিবেশী আবুল কাশেমের একটি আমগাছের ডাল কাটেন। কিন্তু গাছটি নিজেদের দাবি করে এ নিয়ে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন আনিছুরদের সঙ্গে বিবাদে জড়ান। স্থানীয়রা এ নিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরবর্তী সময়ে বসে মীমাংসার কথা জানান।
কিন্তু বুধবার রাত ৯টার দিকে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন দলবল নিয়ে আনিছুরদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আবারও বিবাদে জড়ান। এ সময় জুবায়ের আবুল কালাম আজাদের বুকে ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে তাঁর ছোট বোন ছকিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পর জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন পালিয়ে গেলেও তাঁদের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। নিরাপত্তার কথা বিবেচনা করে ছয়জনকে আটক করে থানায় নেয় বলে জানিয়েছে পুলিশ।
তবে বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ছকিনার মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
কুড়িগ্রামের সদর উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে বড় আবুল কালাম আজাদের (৭৫) মৃত্যুর খবরে তাঁর বোন ছকিনা খাতুনের (৭২) মৃত্যুর ঘটনায় একই পরিবারের ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
আটক ব্যক্তিরা হলেন অভিযুক্ত কাঠ ব্যবসায়ী দুলাল হোসেনের ভাই ইকবাল, নুর জামাল ও নুর বকশ, ইকবালের স্ত্রী আলেয়া খাতুন, দুই ছেলে মিজানুর ও আশরাফুল। এঁরা সবাই অভিযুক্ত জুবায়ের ও তাঁর বাবা দুলালের সঙ্গে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে হামলায় অংশ নিয়েছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে মূল অভিযুক্ত দুলাল হোসেন ও তাঁর ছেলে জুবায়ের এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবুল কালাম আজাদের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ আনিছুর তাঁর প্রতিবেশী আবুল কাশেমের একটি আমগাছের ডাল কাটেন। কিন্তু গাছটি নিজেদের দাবি করে এ নিয়ে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন আনিছুরদের সঙ্গে বিবাদে জড়ান। স্থানীয়রা এ নিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরবর্তী সময়ে বসে মীমাংসার কথা জানান।
কিন্তু বুধবার রাত ৯টার দিকে জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন দলবল নিয়ে আনিছুরদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আবারও বিবাদে জড়ান। এ সময় জুবায়ের আবুল কালাম আজাদের বুকে ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আবুল কালামের মৃত্যুর খবর শুনে তাঁর ছোট বোন ছকিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পর জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর জুবায়ের ও তাঁর বাবা দুলাল হোসেন পালিয়ে গেলেও তাঁদের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। নিরাপত্তার কথা বিবেচনা করে ছয়জনকে আটক করে থানায় নেয় বলে জানিয়েছে পুলিশ।
তবে বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ছকিনার মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৩ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৪ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৫ ঘণ্টা আগে