পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে শাহিদা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।
এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী দুলাল হোসেন (৪০) পলাতক রয়েছেন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ আজ (রোববার) সকালে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয়রা বলছেন, সন্ধ্যায় সাংসরিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী শাহিদা বেগমের। একপর্যায়ে ধারালো বাশিলা (লোহার তৈরি বাঁশ কাটার অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করে স্বামী দুলাল হোসেন। এতে মাথায় গভীর খত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায় শাহিদা বেগম। ঘটনার পর থেকে স্বামী দুলাল হোসেন পলাতক রয়েছেন।
বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমের মাথায় বাশিলা দিয়ে চোট দেয়। ইফতারের সময়ের ঘটনা। তখন লোকজন ব্যস্ত থাকার সুযোগে পালিয়ে যায় দুলাল হোসেন।’
পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাশিলার আঘাতে গৃহবধূ শাহিদার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়।’
মামলার সূত্র ও স্থানীয়রা জানান, সন্দেহপ্রবণ হয়ে বিভিন্ন বিষয় নিয়ে দুলাল হোসেনের সঙ্গে স্ত্রী শাহিদা বেগমের প্রায়ই কলহ হতো। এসব বিরোধের জেরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ধারালো অস্ত্র বাশিলা দিয়ে স্ত্রী শাহিদার মাথায় চোট দেয় স্বামী দুলাল। শাহিদার ছেলে স্বাধীন (১৭) ঘরে গিয়ে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে। এ সময় স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহিদা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলাল হোসেন ২০ বছর আগে ভালোবেসে বিয়ে করেন আপন খালাতো বোন শাহিদা বেগমকে। শুরু থেকে পাড়াপ্রতিবেশী কোনো নারী বা পুরুষের সঙ্গে কথা বলা, কারও বাড়ি যাওয়াকে পছন্দ করতেন না দুলাল। বিভিন্ন কারণে স্ত্রী শাহিদাকে সন্দেহ করায় প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। গতকাল সকালে বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পালিত ছাগলকে ঘাস খাওয়াতে যান গৃহবধূ শাহিদা বেগম। বেলা ১১টায় বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া দুলালের। এ ঘটনার জের ধরে দুলাল শাহিদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চোট দেন। এতে নিহত হন স্ত্রী শাহিদা।
লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে শাহিদা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।
এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী দুলাল হোসেন (৪০) পলাতক রয়েছেন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ আজ (রোববার) সকালে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয়রা বলছেন, সন্ধ্যায় সাংসরিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী শাহিদা বেগমের। একপর্যায়ে ধারালো বাশিলা (লোহার তৈরি বাঁশ কাটার অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করে স্বামী দুলাল হোসেন। এতে মাথায় গভীর খত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায় শাহিদা বেগম। ঘটনার পর থেকে স্বামী দুলাল হোসেন পলাতক রয়েছেন।
বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমের মাথায় বাশিলা দিয়ে চোট দেয়। ইফতারের সময়ের ঘটনা। তখন লোকজন ব্যস্ত থাকার সুযোগে পালিয়ে যায় দুলাল হোসেন।’
পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাশিলার আঘাতে গৃহবধূ শাহিদার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়।’
মামলার সূত্র ও স্থানীয়রা জানান, সন্দেহপ্রবণ হয়ে বিভিন্ন বিষয় নিয়ে দুলাল হোসেনের সঙ্গে স্ত্রী শাহিদা বেগমের প্রায়ই কলহ হতো। এসব বিরোধের জেরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ধারালো অস্ত্র বাশিলা দিয়ে স্ত্রী শাহিদার মাথায় চোট দেয় স্বামী দুলাল। শাহিদার ছেলে স্বাধীন (১৭) ঘরে গিয়ে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে। এ সময় স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহিদা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলাল হোসেন ২০ বছর আগে ভালোবেসে বিয়ে করেন আপন খালাতো বোন শাহিদা বেগমকে। শুরু থেকে পাড়াপ্রতিবেশী কোনো নারী বা পুরুষের সঙ্গে কথা বলা, কারও বাড়ি যাওয়াকে পছন্দ করতেন না দুলাল। বিভিন্ন কারণে স্ত্রী শাহিদাকে সন্দেহ করায় প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। গতকাল সকালে বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পালিত ছাগলকে ঘাস খাওয়াতে যান গৃহবধূ শাহিদা বেগম। বেলা ১১টায় বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া দুলালের। এ ঘটনার জের ধরে দুলাল শাহিদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চোট দেন। এতে নিহত হন স্ত্রী শাহিদা।
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
১৬ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে (৫০) ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে