কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির। আজ মঙ্গলবার বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।
এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসানকে। তিনিও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপ্লব হাসান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার পর্যন্ত রৌমারী থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
এ বিষয়ে জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে না, আমাদের সমর্থকেরা আমার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বলে শুনেছি।’
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে ভালো মনে করেছেন মনোনয়ন দিয়েছেন। তবে এলাকায় তাঁর (আ. লীগ মনোনীত বিপ্লব হাসান) পরিচিতি নেই। স্বাধীনতার পর আমার বাবার হাত ধরে এই আসনটি উদ্ধার হয়েছে।’
সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (জাতীয় পার্টি, জেপি), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙল), রৌমারী উপজেলা জাকের পার্টির নেতা শাহ আলম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের আবু শামীম (গামছা), জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), চর রাজিবপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ মো. নুরে শাহী (স্বতন্ত্র) ও চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির। আজ মঙ্গলবার বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।
এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসানকে। তিনিও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপ্লব হাসান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার পর্যন্ত রৌমারী থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
এ বিষয়ে জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে না, আমাদের সমর্থকেরা আমার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বলে শুনেছি।’
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে ভালো মনে করেছেন মনোনয়ন দিয়েছেন। তবে এলাকায় তাঁর (আ. লীগ মনোনীত বিপ্লব হাসান) পরিচিতি নেই। স্বাধীনতার পর আমার বাবার হাত ধরে এই আসনটি উদ্ধার হয়েছে।’
সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (জাতীয় পার্টি, জেপি), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙল), রৌমারী উপজেলা জাকের পার্টির নেতা শাহ আলম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের আবু শামীম (গামছা), জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), চর রাজিবপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ মো. নুরে শাহী (স্বতন্ত্র) ও চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
৬ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
৩৬ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
৪১ মিনিট আগেবিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন...
১ ঘণ্টা আগে