ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীর ফরিদাবাদ কাঁসাপুকুর গ্রামের এক কিলোমিটার সড়ক পাকা না করায় চরম ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের প্রায় এক হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। মাত্র এক কিলোমিটার কাঁচা এই সড়ক পাকাকরণ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। বর্ষা মৌসুমে এই সড়কের করুণ অবস্থা যেন দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলে কাদাপানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলতেও ভোগান্তি পোহাতে হয়।
এই সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মানুষের চলাচল। এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন বলেন, ফরিদাবাদ থেকে কাঁসাপুকুর গ্রামের মাত্র এক কিলোমিটার কাঁচা সড়কটি সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদাপানিতে একাকার হয় সড়কটি। প্রচণ্ড কাদায় চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে অনেককেই গন্তব্যে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হয়। কাদার কারণে শিক্ষার্থী ও চাকরিজীবীরাও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে পৌঁছাতে পারেন না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, একাধিকবার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বিষয়ে জানানো হয়েছে। সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই হয়নি।
ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, `সড়কটির দুর্দশার চিত্র আমি নিজে দেখেছি। এবার বাজেট এলেই সড়কটি পাকা করা হবে।
দিনাজপুরের ফুলবাড়ীর ফরিদাবাদ কাঁসাপুকুর গ্রামের এক কিলোমিটার সড়ক পাকা না করায় চরম ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের প্রায় এক হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। মাত্র এক কিলোমিটার কাঁচা এই সড়ক পাকাকরণ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। বর্ষা মৌসুমে এই সড়কের করুণ অবস্থা যেন দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলে কাদাপানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলতেও ভোগান্তি পোহাতে হয়।
এই সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মানুষের চলাচল। এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন বলেন, ফরিদাবাদ থেকে কাঁসাপুকুর গ্রামের মাত্র এক কিলোমিটার কাঁচা সড়কটি সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদাপানিতে একাকার হয় সড়কটি। প্রচণ্ড কাদায় চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে অনেককেই গন্তব্যে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হয়। কাদার কারণে শিক্ষার্থী ও চাকরিজীবীরাও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে পৌঁছাতে পারেন না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, একাধিকবার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বিষয়ে জানানো হয়েছে। সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই হয়নি।
ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, `সড়কটির দুর্দশার চিত্র আমি নিজে দেখেছি। এবার বাজেট এলেই সড়কটি পাকা করা হবে।
টঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১৩ মিনিট আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১৭ মিনিট আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেমার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী
১ ঘণ্টা আগে