বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার এক মাস পার হতে না হতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির সময় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরাহাটে একটি মরা গরু জবাই করা হয়। পরে সেই মাংস বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে নিয়ে গভীর রাতে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় লোকজন ইউএনওকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যান। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করার পর গরুটি ইজিবাইকে দিয়ে আনা হয়। এরপর মাংস বিক্রির চেষ্টা করার সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ড পাওয়া দুই কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাইকে জেলে পাঠানো হয়। এ ছাড়া ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার এক মাস পার হতে না হতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির সময় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরাহাটে একটি মরা গরু জবাই করা হয়। পরে সেই মাংস বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে নিয়ে গভীর রাতে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় লোকজন ইউএনওকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যান। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করার পর গরুটি ইজিবাইকে দিয়ে আনা হয়। এরপর মাংস বিক্রির চেষ্টা করার সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ড পাওয়া দুই কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাইকে জেলে পাঠানো হয়। এ ছাড়া ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
১৫ মিনিট আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
১৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবগুড়ায় চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।
১ ঘণ্টা আগে