রংপুর প্রতিনিধি
নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার চালক কামরুল হাসানের (২৩) লাশ ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। এর ১৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা ও জুয়ার টাকা পরিশোধের জন্যই অটোরিকশা ছিনতাইয়ের সময় কামরুলকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নেশা ও জুয়া খেলার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রংপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে ফাইয়াজ ওরফে ফাইনাল (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হাসান (২০) ও ফজলুর রহমানের ছেলে রাশেদ (২৫)। ঋণের টাকা জোগাড় করতে তিনজনে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ৩১ মার্চ অটোচালক কামরুল হাসান বাসায় ইফতার করে ভাড়ার খাটার জন্য অটোরিকশা নিয়ে শহরের উদ্দেশ্যে বের হন, এ সময় পরিকল্পনা অনুযায়ী তিন বন্ধু ফাইয়াজ, শাকিল ও রাশেদ বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে কামরুলকে অটোসহ দারোগার মোড়ের গাছবাগানে নিয়ে যান। গাছবাগানে কিছুক্ষণ অপেক্ষা শেষে অন্ধকার হলে কথাবার্তার একপর্যায়ে তিন বন্ধু অটোচালককে আঘাত করেন। এ সময় কামরুল পালানোর চেষ্টা করলে পা পিছলে ধানখেতে পড়ে যান। ওই খেতের পানিতেই তাঁর মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিন বন্ধু। পরে ছিনতাই করা অটোরিকশাটি নেন রাশেদ এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নেন ফাইয়াজ। অটোর ব্যাটারি বিক্রির ৩৫ হাজার টাকা তিন বন্ধু ভাগ করে নিয়ে গা ঢাকা দেন।
পুলিশের উপকমিশনার আবু মারুফ জানান, ৩১ মার্চ কামরুল হাসান নিখোঁজের ঘটনায় ১ এপ্রিল তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে পীরজাবাদ দারোগার মোড় এলাকার ধানখেত থেকে নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কামরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ১৮ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানান উপকমিশনার আবু মারুফ। তিনি বলেন, গ্রেপ্তার হওয়ায় আসামি ফাইয়াজ, শাকিল ও রাশেদ পুলিশের কাছে অটোচালককে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার চালক কামরুল হাসানের (২৩) লাশ ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ। এর ১৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা ও জুয়ার টাকা পরিশোধের জন্যই অটোরিকশা ছিনতাইয়ের সময় কামরুলকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নেশা ও জুয়া খেলার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রংপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে ফাইয়াজ ওরফে ফাইনাল (২৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হাসান (২০) ও ফজলুর রহমানের ছেলে রাশেদ (২৫)। ঋণের টাকা জোগাড় করতে তিনজনে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ৩১ মার্চ অটোচালক কামরুল হাসান বাসায় ইফতার করে ভাড়ার খাটার জন্য অটোরিকশা নিয়ে শহরের উদ্দেশ্যে বের হন, এ সময় পরিকল্পনা অনুযায়ী তিন বন্ধু ফাইয়াজ, শাকিল ও রাশেদ বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে কামরুলকে অটোসহ দারোগার মোড়ের গাছবাগানে নিয়ে যান। গাছবাগানে কিছুক্ষণ অপেক্ষা শেষে অন্ধকার হলে কথাবার্তার একপর্যায়ে তিন বন্ধু অটোচালককে আঘাত করেন। এ সময় কামরুল পালানোর চেষ্টা করলে পা পিছলে ধানখেতে পড়ে যান। ওই খেতের পানিতেই তাঁর মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিন বন্ধু। পরে ছিনতাই করা অটোরিকশাটি নেন রাশেদ এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নেন ফাইয়াজ। অটোর ব্যাটারি বিক্রির ৩৫ হাজার টাকা তিন বন্ধু ভাগ করে নিয়ে গা ঢাকা দেন।
পুলিশের উপকমিশনার আবু মারুফ জানান, ৩১ মার্চ কামরুল হাসান নিখোঁজের ঘটনায় ১ এপ্রিল তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে গতকাল সোমবার দুপুরে পীরজাবাদ দারোগার মোড় এলাকার ধানখেত থেকে নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কামরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ১৮ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানান উপকমিশনার আবু মারুফ। তিনি বলেন, গ্রেপ্তার হওয়ায় আসামি ফাইয়াজ, শাকিল ও রাশেদ পুলিশের কাছে অটোচালককে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আলীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৮ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৮ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৯ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৯ ঘণ্টা আগে