দিনাজপুর প্রতিনিধি
প্রায় তিন মাস পর পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় করোনার সংক্রমণে ফের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাপকভাবে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই চীনা শ্রমিক, তবে দুজন দেশি শ্রমিকও রয়েছেন।
এর আগে ২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যেই করোনায় আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হলো খনি কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৮ জুলাই ৩০৫ জন শ্রমিকের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চীনা শ্রমিক ২৯২ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার আরও ২৫৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা সংক্রমিতদের সঙ্গে ছিলেন, তাদের খনির বাইরে পাঠিয়ে দিয়ে যারা খনির বাইরে আছেন, তাদের করোনা পরীক্ষা করে নতুন করে খনিতে প্রবেশ করানো হবে। আর যেসব বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ওয়ার্কশপে ছোট গ্রুপে অবস্থান করছে কিন্তু কারও সংস্পর্শে যায়নি, এমন ১০০ জন শ্রমিক খনিতে যারা করোনা আক্রান্ত হননি এবং কোয়ারেন্টিনে আছে আরও ৯১ জন তাদের রেখে প্রাথমিক কাজগুলো চালু রাখা হবে। আমরা আশা করছি পরিস্থিতি সামাল দিয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’
উল্লেখ্য, ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।
প্রায় তিন মাস পর পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় করোনার সংক্রমণে ফের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাপকভাবে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই চীনা শ্রমিক, তবে দুজন দেশি শ্রমিকও রয়েছেন।
এর আগে ২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যেই করোনায় আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হলো খনি কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৮ জুলাই ৩০৫ জন শ্রমিকের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চীনা শ্রমিক ২৯২ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার আরও ২৫৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা সংক্রমিতদের সঙ্গে ছিলেন, তাদের খনির বাইরে পাঠিয়ে দিয়ে যারা খনির বাইরে আছেন, তাদের করোনা পরীক্ষা করে নতুন করে খনিতে প্রবেশ করানো হবে। আর যেসব বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ওয়ার্কশপে ছোট গ্রুপে অবস্থান করছে কিন্তু কারও সংস্পর্শে যায়নি, এমন ১০০ জন শ্রমিক খনিতে যারা করোনা আক্রান্ত হননি এবং কোয়ারেন্টিনে আছে আরও ৯১ জন তাদের রেখে প্রাথমিক কাজগুলো চালু রাখা হবে। আমরা আশা করছি পরিস্থিতি সামাল দিয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’
উল্লেখ্য, ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।
বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের
১ মিনিট আগেটাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
১১ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
২৮ মিনিট আগে