কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।
এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।
নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’
ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
১০ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৩ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে