প্রতিনিধি
লালমনিরহাট সদর (লালমনিরহাট): এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে ঘর ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন লালমনিরহাটে ভুল্লী বেওয়া (৭০) নামের এক বিধবা। গত শনিবার (৫ জুন) দুপুরে জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুল্লী বেওয়ার ছেলে ভোলা মিয়া।
ভুল্লী বেওয়া লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই কুড়ারপাড় গ্রামের মৃত ছানে মামুদের স্ত্রী।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, স্বামীর রেখে যাওয়া আড়াই শতাংশ জমির ওপর সরকারিভাবে দেওয়া আধা পাকা ঘরে বসবাস করেন ভুল্লী বেওয়া। দুই ছেলে তাদের পরিবার পরিজন নিয়ে রাজধানী ঢাকায় রিকশা চালান। সেখান থেকে ছেলেদের পাঠানো সামান্য টাকা আর সরকারিভাবে পাওয়া বিধবা ভাতায় চলে তাঁর সংসার। বাড়ির পাশে সরকারি বিলে হাঁস পালন করেন তিনি। দুই বছর আগে সেই বিল জবর দখল করতে বিলে বিষ দিয়ে হাঁস মেরে ফেলেন প্রতিবেশী আকবর আলীর ছেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আমিনুর রহমান গংরা। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পুলিশ সদস্যসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু রহস্যজনকভাবে এই অভিযোগ নথিভুক্ত হয়নি।
এদিকে এ অভিযোগ দায়ের করায় ভুল্লী বেওয়ার পক্ষে সাক্ষী দেওয়া জুয়েল সরকারের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। এতেই শেষ নয়, ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য আমিনুর রহমান চলতি বছরের ১ জানুয়ারি ছুটি ছাড়াই বাড়িতে এসে ভুল্লী বেওয়ার সরকারি ঘরটি ভেঙে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় বিধবা ঘটনাস্থলের ভিডিওসহ সদর থানায় একটি মামলা (জিআর-১২৬ / ২১) দায়ের করেন। এ মামলায় পুলিশ সদস্য আমিনুরকে প্রধান আসামি করা হয়। কিন্তু লালমনিরহাট সদর থানা-পুলিশের খাতায় এ আসামি আমিনুর রহমান পলাতক থাকলেও কুড়িগ্রাম পুলিশ লাইনে তিনি কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আদালতে জামিন না নিয়ে পুলিশে চাকরি করছেন প্রধান আসামি আমিনুর রহমান।
ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত তুলে নিতে ভুল্লী বেওয়া ও তাঁর ছেলেদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী। একা বসবাস করা বিধবাকে মেরে বিলে লাশ ফেলে রাখার অব্যাহত হুমকির ভয়ে রাতে অন্যের বাড়িতে আত্মগোপনে থাকছেন ভুল্লী বেওয়া। মায়ের নিরাপত্তাহীনতার খবরে রিকশাচালক ছেলে ভোলা মিয়া বাড়িতে এলে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মা ও নিজের নিরাপত্তা চেয়ে শনিবার (৫ জুন) লালমনিরহাট সদর থানায় জিডি (নং-২৫২) করেন ভোলা মিয়া।
ভুল্লী বেওয়া জানান, পুলিশের নামে মামলা দেওয়ার পর থেকে বাড়িতে রাত কাটাতে পারি না। মামলা তুলে না নিলে আমাকে মেরে বিলে লাশ লুকিয়ে রাখার হুমকি দিচ্ছে। আমাকে দেখতে আসা ছেলেকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। গরিবের বিচার আল্লাহ ছাড়া কেউ করে না।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র কল কেটে দেন।
কুড়িগ্রাম পুলিশ লাইনের ইনচার্জ এসআই রাসেল বলেন, কনস্টেবল আমিনুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তবে মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে মামলা হলে তা তার কর্তৃপক্ষকে অবগত করা হয়। বিধবা ভুল্লী বেওয়ার মামলার বিষয়টি অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমিনুরের কর্মস্থলে পাঠিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
লালমনিরহাট সদর (লালমনিরহাট): এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে ঘর ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন লালমনিরহাটে ভুল্লী বেওয়া (৭০) নামের এক বিধবা। গত শনিবার (৫ জুন) দুপুরে জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুল্লী বেওয়ার ছেলে ভোলা মিয়া।
ভুল্লী বেওয়া লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই কুড়ারপাড় গ্রামের মৃত ছানে মামুদের স্ত্রী।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, স্বামীর রেখে যাওয়া আড়াই শতাংশ জমির ওপর সরকারিভাবে দেওয়া আধা পাকা ঘরে বসবাস করেন ভুল্লী বেওয়া। দুই ছেলে তাদের পরিবার পরিজন নিয়ে রাজধানী ঢাকায় রিকশা চালান। সেখান থেকে ছেলেদের পাঠানো সামান্য টাকা আর সরকারিভাবে পাওয়া বিধবা ভাতায় চলে তাঁর সংসার। বাড়ির পাশে সরকারি বিলে হাঁস পালন করেন তিনি। দুই বছর আগে সেই বিল জবর দখল করতে বিলে বিষ দিয়ে হাঁস মেরে ফেলেন প্রতিবেশী আকবর আলীর ছেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আমিনুর রহমান গংরা। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পুলিশ সদস্যসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু রহস্যজনকভাবে এই অভিযোগ নথিভুক্ত হয়নি।
এদিকে এ অভিযোগ দায়ের করায় ভুল্লী বেওয়ার পক্ষে সাক্ষী দেওয়া জুয়েল সরকারের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। এতেই শেষ নয়, ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য আমিনুর রহমান চলতি বছরের ১ জানুয়ারি ছুটি ছাড়াই বাড়িতে এসে ভুল্লী বেওয়ার সরকারি ঘরটি ভেঙে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় বিধবা ঘটনাস্থলের ভিডিওসহ সদর থানায় একটি মামলা (জিআর-১২৬ / ২১) দায়ের করেন। এ মামলায় পুলিশ সদস্য আমিনুরকে প্রধান আসামি করা হয়। কিন্তু লালমনিরহাট সদর থানা-পুলিশের খাতায় এ আসামি আমিনুর রহমান পলাতক থাকলেও কুড়িগ্রাম পুলিশ লাইনে তিনি কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আদালতে জামিন না নিয়ে পুলিশে চাকরি করছেন প্রধান আসামি আমিনুর রহমান।
ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত তুলে নিতে ভুল্লী বেওয়া ও তাঁর ছেলেদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী। একা বসবাস করা বিধবাকে মেরে বিলে লাশ ফেলে রাখার অব্যাহত হুমকির ভয়ে রাতে অন্যের বাড়িতে আত্মগোপনে থাকছেন ভুল্লী বেওয়া। মায়ের নিরাপত্তাহীনতার খবরে রিকশাচালক ছেলে ভোলা মিয়া বাড়িতে এলে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মা ও নিজের নিরাপত্তা চেয়ে শনিবার (৫ জুন) লালমনিরহাট সদর থানায় জিডি (নং-২৫২) করেন ভোলা মিয়া।
ভুল্লী বেওয়া জানান, পুলিশের নামে মামলা দেওয়ার পর থেকে বাড়িতে রাত কাটাতে পারি না। মামলা তুলে না নিলে আমাকে মেরে বিলে লাশ লুকিয়ে রাখার হুমকি দিচ্ছে। আমাকে দেখতে আসা ছেলেকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। গরিবের বিচার আল্লাহ ছাড়া কেউ করে না।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র কল কেটে দেন।
কুড়িগ্রাম পুলিশ লাইনের ইনচার্জ এসআই রাসেল বলেন, কনস্টেবল আমিনুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তবে মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে মামলা হলে তা তার কর্তৃপক্ষকে অবগত করা হয়। বিধবা ভুল্লী বেওয়ার মামলার বিষয়টি অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমিনুরের কর্মস্থলে পাঠিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৯ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে