ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় খালিদ হাসান (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এমপি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
নিহত নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। আহত মো. খালিদ হাসান উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং-সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিন যুবক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেটের সামনে দিনাজপুর থেকে আসা চালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পুলিশ ট্রাকচালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করে ট্রাকটি জব্দ করে। জানে আলম ঢাকার আমিনবাজারের আব্দুল জব্বারের ছেলে এবং সবুজ একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় খালিদ হাসান (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এমপি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
নিহত নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। আহত মো. খালিদ হাসান উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং-সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিন যুবক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেটের সামনে দিনাজপুর থেকে আসা চালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পুলিশ ট্রাকচালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করে ট্রাকটি জব্দ করে। জানে আলম ঢাকার আমিনবাজারের আব্দুল জব্বারের ছেলে এবং সবুজ একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১২ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩১ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৩৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে