মিঠাপুকুর প্রতিনিধি
নিন্দা ও কলঙ্ক থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চলতি বছরে ১ সেপ্টেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাবলু মিয়া (২০) এ ঘটনা ঘটায়।
জানা যায়, ওই ছাত্রীকে (১২) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত লাবলু। বিষয়টি লাবলুর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ১ সেপ্টেম্বর অস্ত্রের মুখে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার পর লাবলুর পরিবার ও প্রতিবেশীদের অনেকেই ওই ছাত্রীকে দেখলে টিপ্পনী কাটে; কটু কথা বলতে থাকে। পরনিন্দা ও গঞ্জনা সহ্য করতে না পেরে কয়েক দিন আগে বড় বোনের বাড়ি ভাংনী নাটাগাড়ী গ্রামে যায় সে। কিন্তু সেখানেও কথা শুনতে হয়। মানুষের কটু কথায় ক্ষোভ ঘৃণায় শনিবার বিষপান করে সে। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মনছুর আলী থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে মামলা নিয়ে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মামলা হলে লাবলুকে গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা-পুলিশ। বর্তমানে সে রংপুর জেলে রয়েছে।
নিন্দা ও কলঙ্ক থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চলতি বছরে ১ সেপ্টেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাবলু মিয়া (২০) এ ঘটনা ঘটায়।
জানা যায়, ওই ছাত্রীকে (১২) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত লাবলু। বিষয়টি লাবলুর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ১ সেপ্টেম্বর অস্ত্রের মুখে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার পর লাবলুর পরিবার ও প্রতিবেশীদের অনেকেই ওই ছাত্রীকে দেখলে টিপ্পনী কাটে; কটু কথা বলতে থাকে। পরনিন্দা ও গঞ্জনা সহ্য করতে না পেরে কয়েক দিন আগে বড় বোনের বাড়ি ভাংনী নাটাগাড়ী গ্রামে যায় সে। কিন্তু সেখানেও কথা শুনতে হয়। মানুষের কটু কথায় ক্ষোভ ঘৃণায় শনিবার বিষপান করে সে। চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মনছুর আলী থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে মামলা নিয়ে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মামলা হলে লাবলুকে গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা-পুলিশ। বর্তমানে সে রংপুর জেলে রয়েছে।
লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩৭ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগে