ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যুর ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। তাঁরা এলাকাবাসীকে সতর্ক করার পাশাপাশি রহস্য উদ্ঘাটনে কাজ করছেন। তদন্ত টিমের প্রাথমিক ধারণা, সিসার বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার আহ্লাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে (ফুলবাড়ী-মাদিলাহাট সড়ক) ব্যাটারি রিসাইকেল কারখানা সংলগ্ন এলাকা পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে ওই তদন্ত টিম।
পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত টিমের প্রধান উপজেলার প্রাণিসম্পদের কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী। অপর টিমের নেতৃত্বে আছেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহানুর আলম। এ টিমের সদস্যও পাঁচ জন।
উপজেলার প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী বলেন, ‘অজানা কারণে গরু মারা যাওয়ার ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম কাজ করছে। টিমের সদস্যরা সরেজমিন তদন্ত করছে, ধারণা করা হচ্ছে লেড বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করে খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মাইকিং করে এলাকার আশপাশের ঘাস ও খড় গবাদিপশুকে না খাওয়ানোর জন্য বলা হচ্ছে। কারখানা এলাকার বিষাক্ত মাটি, ঘাস এবং খড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া কারখানা এলাকাটি গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহার না করার জন্য সতর্কীকরণ সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।’
ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে ক্ষতিপূরণের বিষয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা জানান, হঠাৎ করে শ্বাসকষ্ট ও কাঁপুনি শুরু হয়ে গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর ও বেতদিঘী ইউনিয়নের মহেষপুর গ্রামে এসব গরু মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাসুদেবপুর পাকড় ডাঙ্গায় ফুলবাড়ী-মাদিলা সড়কের পাশে আবাদি জমিতে দুলাল নামে একজনের জমিতে একটি ব্যাটারি রিসাইকেল কারখানা ছিল। এই কারখানার বর্জ্য ছড়িয়ে পড়ার কারণে ওই এলাকার ঘাস এবং খড় সীসা দূষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতোগুলো গরুর মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর তড়িঘড়ি করে কারখানাটি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যুর ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। তাঁরা এলাকাবাসীকে সতর্ক করার পাশাপাশি রহস্য উদ্ঘাটনে কাজ করছেন। তদন্ত টিমের প্রাথমিক ধারণা, সিসার বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার আহ্লাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে (ফুলবাড়ী-মাদিলাহাট সড়ক) ব্যাটারি রিসাইকেল কারখানা সংলগ্ন এলাকা পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে ওই তদন্ত টিম।
পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত টিমের প্রধান উপজেলার প্রাণিসম্পদের কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী। অপর টিমের নেতৃত্বে আছেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহানুর আলম। এ টিমের সদস্যও পাঁচ জন।
উপজেলার প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী বলেন, ‘অজানা কারণে গরু মারা যাওয়ার ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম কাজ করছে। টিমের সদস্যরা সরেজমিন তদন্ত করছে, ধারণা করা হচ্ছে লেড বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করে খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মাইকিং করে এলাকার আশপাশের ঘাস ও খড় গবাদিপশুকে না খাওয়ানোর জন্য বলা হচ্ছে। কারখানা এলাকার বিষাক্ত মাটি, ঘাস এবং খড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া কারখানা এলাকাটি গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহার না করার জন্য সতর্কীকরণ সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।’
ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে ক্ষতিপূরণের বিষয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা জানান, হঠাৎ করে শ্বাসকষ্ট ও কাঁপুনি শুরু হয়ে গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর ও বেতদিঘী ইউনিয়নের মহেষপুর গ্রামে এসব গরু মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাসুদেবপুর পাকড় ডাঙ্গায় ফুলবাড়ী-মাদিলা সড়কের পাশে আবাদি জমিতে দুলাল নামে একজনের জমিতে একটি ব্যাটারি রিসাইকেল কারখানা ছিল। এই কারখানার বর্জ্য ছড়িয়ে পড়ার কারণে ওই এলাকার ঘাস এবং খড় সীসা দূষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতোগুলো গরুর মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর তড়িঘড়ি করে কারখানাটি ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
২১ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে