উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে দেরি করে বাড়ি ফেরার কারণে মায়ের মারধরে মৃত্যু হয় ফরহাদ হোসেনের (১০)। এরপর মা ফেরদৌসী বেগম তার মরদেহ গুম করেন। এমনকি নিজেই নিখোঁজের জিডি করেন। পরে মরদেহ উদ্ধার হয়। শিশুর বাবার করা মামলার তদন্তে আসল ঘটনা বেরিয়ে এলে ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল সোমবার ছেলেকে হত্যা ও গুমের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ফেরদৌসী বেগম। এ ঘটনা ঘটেছে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ বলছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ হোসেন গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়। সে স্থানীয় ঘাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন শুক্রবার শিশুটির মা ফেরদৌসী বেগম উলিপুর থানায় সন্তান নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন পরিবারে পক্ষ থেকে শিশু ফরহাদের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরদিন শনিবার সকালে বাড়ি থেকে ২০০ গজ দক্ষিণে স্থানীয় আকবর আলীর ধানখেত থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এরপর শিশুর বাবা নুর আলম বাদী হয়ে ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার শিশু ফরহাদ রাতে দেরি করে বাড়িতে ফেরায় ক্ষুব্ধ হন মা ফেরদৌসী বেগম। তাকে অতিরিক্ত শাসন করতে গিয়ে স্পর্শকাতর স্থানে আঘাত লেগে ফরহাদের মৃত্যু হয়। পরে সন্তানের মরদেহ গুম করে এবং হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন ফেরদৌসী। রাতেই একই গ্রামের আকবর আলীর ধান খেতে ফেলে রেখে আসেন মরদেহ। পরে থানায় জিডি করেন। শিশুর সন্ধান চেয়ে মাইকিংও করা হয়। দুদিন ধানখেতে রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় গন্ধ ছড়াতে শুরু করায় ফরহাদের মরদেহ স্থানীয়দের নজরে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে শিশুটির মাকে সন্দেহ করা হয়। এরপর গতকাল সোমবার শিশুটির মা ফেরদৌসী বেগমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।’
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘হত্যা মামলাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। অধিকতর তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘শিশুটির মা ফেরদৌসী বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।’
কুড়িগ্রামের উলিপুরে দেরি করে বাড়ি ফেরার কারণে মায়ের মারধরে মৃত্যু হয় ফরহাদ হোসেনের (১০)। এরপর মা ফেরদৌসী বেগম তার মরদেহ গুম করেন। এমনকি নিজেই নিখোঁজের জিডি করেন। পরে মরদেহ উদ্ধার হয়। শিশুর বাবার করা মামলার তদন্তে আসল ঘটনা বেরিয়ে এলে ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল সোমবার ছেলেকে হত্যা ও গুমের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ফেরদৌসী বেগম। এ ঘটনা ঘটেছে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ বলছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ হোসেন গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়। সে স্থানীয় ঘাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন শুক্রবার শিশুটির মা ফেরদৌসী বেগম উলিপুর থানায় সন্তান নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন পরিবারে পক্ষ থেকে শিশু ফরহাদের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরদিন শনিবার সকালে বাড়ি থেকে ২০০ গজ দক্ষিণে স্থানীয় আকবর আলীর ধানখেত থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এরপর শিশুর বাবা নুর আলম বাদী হয়ে ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার শিশু ফরহাদ রাতে দেরি করে বাড়িতে ফেরায় ক্ষুব্ধ হন মা ফেরদৌসী বেগম। তাকে অতিরিক্ত শাসন করতে গিয়ে স্পর্শকাতর স্থানে আঘাত লেগে ফরহাদের মৃত্যু হয়। পরে সন্তানের মরদেহ গুম করে এবং হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন ফেরদৌসী। রাতেই একই গ্রামের আকবর আলীর ধান খেতে ফেলে রেখে আসেন মরদেহ। পরে থানায় জিডি করেন। শিশুর সন্ধান চেয়ে মাইকিংও করা হয়। দুদিন ধানখেতে রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় গন্ধ ছড়াতে শুরু করায় ফরহাদের মরদেহ স্থানীয়দের নজরে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে শিশুটির মাকে সন্দেহ করা হয়। এরপর গতকাল সোমবার শিশুটির মা ফেরদৌসী বেগমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।’
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘হত্যা মামলাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। অধিকতর তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘শিশুটির মা ফেরদৌসী বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।’
টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা বেগম এ রায় দেন।
১৯ মিনিট আগেঅভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
২৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ।
৩০ মিনিট আগেসেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে সেখানকার বাসিন্দারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন। সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নিয়েছেন।
৪৩ মিনিট আগে