নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’
একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২ ঘণ্টা আগে