লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ইসলামের (২৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করার পরপরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মমিনুল জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। সংসারের দিকে তাকিয়ে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। নেশার জন্য টাকার প্রয়োজন হলেই যৌতুকের চাপ দিতেন স্ত্রীকে। স্ত্রী তা না আনায় চার দিন আগে তাঁকে শারীরিক নির্যাতন করেন এবং মাথার চুল ন্যাড়া করে দেন তিনি। মাথা ন্যাড়া করার বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ যেন তাঁর বাবার বড়ির কাউকে জানাতে না পারেন, সে জন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ মমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পরেই জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। প্রতিদিন নেশা করে বাড়িতে এসে কারণে-অকারণে তাঁকে নির্যাতন করা হতো। তাঁকে বাড়ি থেকে বাইরে যেতে দিতেন না। এমনকি কারও সঙ্গে কথা বললেই তাঁকে সন্দেহ করতেন। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো পরিবর্তন হয়নি।
গৃহবধূ আরও বলেন, ‘প্রায় দিন তার নেশার টাকার প্রয়োজন হলে আমাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চার দিন আগে আমাকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কাউকে জানাতে না পারি, সে জন্য আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।’
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয় এবং স্বামীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ইসলামের (২৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করার পরপরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মমিনুল জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। সংসারের দিকে তাকিয়ে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। নেশার জন্য টাকার প্রয়োজন হলেই যৌতুকের চাপ দিতেন স্ত্রীকে। স্ত্রী তা না আনায় চার দিন আগে তাঁকে শারীরিক নির্যাতন করেন এবং মাথার চুল ন্যাড়া করে দেন তিনি। মাথা ন্যাড়া করার বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ যেন তাঁর বাবার বড়ির কাউকে জানাতে না পারেন, সে জন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ মমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পরেই জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। প্রতিদিন নেশা করে বাড়িতে এসে কারণে-অকারণে তাঁকে নির্যাতন করা হতো। তাঁকে বাড়ি থেকে বাইরে যেতে দিতেন না। এমনকি কারও সঙ্গে কথা বললেই তাঁকে সন্দেহ করতেন। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো পরিবর্তন হয়নি।
গৃহবধূ আরও বলেন, ‘প্রায় দিন তার নেশার টাকার প্রয়োজন হলে আমাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চার দিন আগে আমাকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কাউকে জানাতে না পারি, সে জন্য আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।’
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয় এবং স্বামীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেমার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী
১ ঘণ্টা আগেছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতের অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জনকে আগামীকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের হাজির করতে নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেযানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে