মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর উপজেলা সদরে রংপুর-ঢাকা মহাসড়কে দৃশ্যমান হলো আন্ডারপাসের মূল অবকাঠামো। কিন্তু ধীরগতিতে চলছে চার লেনের কাজ।
সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুরের মডার্ন পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই প্রকল্পের অধীনে মিঠাপুকুর উপজেলায় তিনটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলা সদরে একটি আন্ডারপাসের মূল অবকাঠামো দৃশ্যমান হয়েছে। শঠিবাড়ীহাট ও জায়গীরহাটে বাকি দুটির নির্মাণকাজ চলমান রয়েছে।
তবে মূল সড়কের কাজ চলছে ধীরগতিতে। চাহিদা অনুযায়ী পাথর না পাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে বলে একজন পাথর সরবরাহকারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
সাসেক-২ প্রকল্প সূত্রে জানা যায়, মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। ওই সময় ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজের অগ্রগতি না হওয়ায় ২০২০ সালের অক্টোবরে একনেকের সভায় প্রকল্প ব্যয় ৪ হাজার ৭৬৩ কোটি টাকা বৃদ্ধি এবং সময় তিন বছর বাড়িয়ে দেওয়া হয়।
প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ইতিমধ্যে এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রকল্পে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয় ধরা হলেও এখনো অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণের টাকা পাননি। মহাসড়ক উন্নয়নের কারণে তাঁদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘আমি অধিগ্রহণকৃত জমি ও জমির ওপর স্থাপনা থাকলে তার ক্ষতিপূরণ দেব। অন্য জমি বা জমির ওপর স্থাপনার ক্ষতিপূরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওই সব দেখবে সাসেক-২ প্রকল্প।’
এ নিয়ে সাসেক-২-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, তাঁরা হিসাব-নিকাশ করে সব টাকা জেলা প্রশাসককে দিয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার জানান, তাঁরা নিজ অর্থে ভবন ভাঙলেও এখনো ক্ষতিপূরণ পাননি। আর শাপলা মার্কেটের ব্যবসায়ী অশোক চন্দ্র বলেন, সবার কাছে ধরনা দিচ্ছেন, কিন্তু কেউ সঠিক কিছু বলছেন না। তাঁরা ক্ষতিপূরণের অর্থ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।
মিঠাপুকুর উপজেলা সদরে রংপুর-ঢাকা মহাসড়কে দৃশ্যমান হলো আন্ডারপাসের মূল অবকাঠামো। কিন্তু ধীরগতিতে চলছে চার লেনের কাজ।
সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুরের মডার্ন পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই প্রকল্পের অধীনে মিঠাপুকুর উপজেলায় তিনটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলা সদরে একটি আন্ডারপাসের মূল অবকাঠামো দৃশ্যমান হয়েছে। শঠিবাড়ীহাট ও জায়গীরহাটে বাকি দুটির নির্মাণকাজ চলমান রয়েছে।
তবে মূল সড়কের কাজ চলছে ধীরগতিতে। চাহিদা অনুযায়ী পাথর না পাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে বলে একজন পাথর সরবরাহকারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
সাসেক-২ প্রকল্প সূত্রে জানা যায়, মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। ওই সময় ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজের অগ্রগতি না হওয়ায় ২০২০ সালের অক্টোবরে একনেকের সভায় প্রকল্প ব্যয় ৪ হাজার ৭৬৩ কোটি টাকা বৃদ্ধি এবং সময় তিন বছর বাড়িয়ে দেওয়া হয়।
প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ইতিমধ্যে এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রকল্পে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয় ধরা হলেও এখনো অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণের টাকা পাননি। মহাসড়ক উন্নয়নের কারণে তাঁদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘আমি অধিগ্রহণকৃত জমি ও জমির ওপর স্থাপনা থাকলে তার ক্ষতিপূরণ দেব। অন্য জমি বা জমির ওপর স্থাপনার ক্ষতিপূরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওই সব দেখবে সাসেক-২ প্রকল্প।’
এ নিয়ে সাসেক-২-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, তাঁরা হিসাব-নিকাশ করে সব টাকা জেলা প্রশাসককে দিয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার জানান, তাঁরা নিজ অর্থে ভবন ভাঙলেও এখনো ক্ষতিপূরণ পাননি। আর শাপলা মার্কেটের ব্যবসায়ী অশোক চন্দ্র বলেন, সবার কাছে ধরনা দিচ্ছেন, কিন্তু কেউ সঠিক কিছু বলছেন না। তাঁরা ক্ষতিপূরণের অর্থ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
২৭ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে