নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শুধু শহরে নয়, ইউনিয়ন পর্যায়ে চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ।
জেলা আওয়ামী লীগের সূত্রমতে, নূর ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর মধ্যে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা সফলতায় দ্বাদশ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সাংবাদিকেদের বলেন, ‘পঞ্চমবারের জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিলেন। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নেত্রীকে। পাশাপাশি নীলফামারীর মানুষও আমার ওপর আস্থা রেখেছেন। দলীয় কর্মী হিসেবে, একজন এমপি হিসেবে আমি চেষ্টা করেছি আন্তরিকতার সঙ্গে তাঁর (নেত্রী) নির্দেশ অনুযায়ী জনগণকে সেবা দিতে।’
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর পঞ্চমবার মনোনয়ন পাওয়া আনন্দ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সৎ-যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় নেত্রীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শুধু শহরে নয়, ইউনিয়ন পর্যায়ে চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ।
জেলা আওয়ামী লীগের সূত্রমতে, নূর ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর মধ্যে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা সফলতায় দ্বাদশ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সাংবাদিকেদের বলেন, ‘পঞ্চমবারের জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিলেন। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নেত্রীকে। পাশাপাশি নীলফামারীর মানুষও আমার ওপর আস্থা রেখেছেন। দলীয় কর্মী হিসেবে, একজন এমপি হিসেবে আমি চেষ্টা করেছি আন্তরিকতার সঙ্গে তাঁর (নেত্রী) নির্দেশ অনুযায়ী জনগণকে সেবা দিতে।’
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর পঞ্চমবার মনোনয়ন পাওয়া আনন্দ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সৎ-যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় নেত্রীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ বুধবারও বিক্ষোভ করছে। অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় ওই কারখানার শ্রমিকেরাও..
১৭ মিনিট আগেপ্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন...
২০ মিনিট আগেবগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা সেই শিশুর লাশ পাওয়া গেছে গ্রামের একটি পুকুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ সব তথ্য নিশ্চিত করেছেন...
৩৬ মিনিট আগেশুনানি শেষে আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে এক মাস সময় দেওয়া হয়।
৪১ মিনিট আগে