ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলোতে রোল নম্বর খোঁজার জন্য যখন সবাই ব্যস্ত, তখন নিজের কক্ষের সামনে নীরবে দাঁড়িয়ে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী মেরাজ হক। বাবার লাশ রেখে অশ্রুসিক্ত চোখে পরীক্ষা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের ৩ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।
গতকাল বুধবার মধ্যরাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী এলাকার বাসিন্দা। বাবার দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল মেরাজের। কিন্তু বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কঠিন কাজটি করতে হয় তাঁকে।
পরীক্ষার হলে কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কাঁদছেন তিনি। সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হয়ে পড়েন। এ সময় সান্ত্বনা দেন তাঁর সহপাঠীরা। মেরাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
সহপাঠী রবিউল ইসলাম বলেন, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছেন। এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে খাতায় লিখেছেন।
মেরাজের স্বজন পলাশ হোসেন বলেন, ‘বাবাকে হারানোর পর ভেঙে পড়েন মেরাজ। অনেকটা জোর করে তাঁকে পরীক্ষা হলে আনতে হয়েছে। তবে কান্না থামেনি। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছি।’ আজ বেলা আড়াইটায় তাঁর বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি।
সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর খবরে আমরাও ব্যথিত হয়েছি। এরপরও প্রকৃতির নিয়ম মেনে সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণে তাকে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’
পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলোতে রোল নম্বর খোঁজার জন্য যখন সবাই ব্যস্ত, তখন নিজের কক্ষের সামনে নীরবে দাঁড়িয়ে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী মেরাজ হক। বাবার লাশ রেখে অশ্রুসিক্ত চোখে পরীক্ষা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের ৩ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।
গতকাল বুধবার মধ্যরাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী এলাকার বাসিন্দা। বাবার দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল মেরাজের। কিন্তু বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কঠিন কাজটি করতে হয় তাঁকে।
পরীক্ষার হলে কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কাঁদছেন তিনি। সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হয়ে পড়েন। এ সময় সান্ত্বনা দেন তাঁর সহপাঠীরা। মেরাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
সহপাঠী রবিউল ইসলাম বলেন, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছেন। এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে খাতায় লিখেছেন।
মেরাজের স্বজন পলাশ হোসেন বলেন, ‘বাবাকে হারানোর পর ভেঙে পড়েন মেরাজ। অনেকটা জোর করে তাঁকে পরীক্ষা হলে আনতে হয়েছে। তবে কান্না থামেনি। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছি।’ আজ বেলা আড়াইটায় তাঁর বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি।
সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর খবরে আমরাও ব্যথিত হয়েছি। এরপরও প্রকৃতির নিয়ম মেনে সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণে তাকে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
১৯ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে