পাবনা ও বেড়া প্রতিনিধি
পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন।
মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন।
মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
১১ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
২৪ মিনিট আগে১৩১ বছর আগে ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এখন এর সদস্যসংখ্যা ৮ হাজারের মতো। বেসরকারি ব্যাংকে রাখা সমিতির ফিক্সড ডিপোজিটের (এফডিআর) টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সদস্যরা।
২৭ মিনিট আগে