পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। এতে রাতে লাইটের তীব্র রশ্মির কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। চোখে সরাসরি আলোকরশ্মি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের তদারকি না থাকায় এলইডি লাইটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অটোরিকশা ভ্যান স্ট্যান্ড মাস্টার আইউব আলী বলেন, ‘উপজেলায় ২ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান রয়েছে। সেই সঙ্গে আরও দুই শতাধিক লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব গাড়িতে রাতে চলাচলের জন্য সংযোজন করা হয়েছে এলইডি লাইট। সাধারণ লাইটে আলো কম হয়, এলইডি লাইটে আলো অনেক বেশি। তাই চালকেরা এলইডি লাইট ব্যবহারে বেশি আগ্রহী।
সাইদুর রহমান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, বর্তমানে চার্জার ভ্যান ও অটোরিকশার চালকেরা এলইডি লাইট বেশি ব্যবহার করছেন। এসব লাইট মোটরসাইকেলসহ কিছুসংখ্যক বাস ও ট্রাকেও ব্যবহার করা হচ্ছে। এই লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ না থাকায় সামনে থাকা যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ে।
এলইডি লাইটের তীব্র রশ্মির কারণে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটছে বলে জানান সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দিনের চেয়ে রাতে দুর্ঘটনাকবলিত রোগীর সংখ্যা বেশি। তবে দুর্ঘটনার শিকার বেশির ভাগ রোগী ছোট গাড়ির চালক ও যাত্রী।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইদানীং অধিকাংশ ছোট যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। তবে লাইটের ব্যবহার চালকের ইচ্ছেমতো যত্রতত্র সংযোজন করা হচ্ছে। রাতে এলইডি লাইটের মাত্রাতিরিক্ত রশ্মি বিপরীত দিক থেকে আসা গাড়িচালকদের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্খারুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে অনেক চালক রাতে যানবাহনে এলইডি লাইট ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে বিষয়টি আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।
রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। এতে রাতে লাইটের তীব্র রশ্মির কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। চোখে সরাসরি আলোকরশ্মি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের তদারকি না থাকায় এলইডি লাইটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অটোরিকশা ভ্যান স্ট্যান্ড মাস্টার আইউব আলী বলেন, ‘উপজেলায় ২ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান রয়েছে। সেই সঙ্গে আরও দুই শতাধিক লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব গাড়িতে রাতে চলাচলের জন্য সংযোজন করা হয়েছে এলইডি লাইট। সাধারণ লাইটে আলো কম হয়, এলইডি লাইটে আলো অনেক বেশি। তাই চালকেরা এলইডি লাইট ব্যবহারে বেশি আগ্রহী।
সাইদুর রহমান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, বর্তমানে চার্জার ভ্যান ও অটোরিকশার চালকেরা এলইডি লাইট বেশি ব্যবহার করছেন। এসব লাইট মোটরসাইকেলসহ কিছুসংখ্যক বাস ও ট্রাকেও ব্যবহার করা হচ্ছে। এই লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ না থাকায় সামনে থাকা যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ে।
এলইডি লাইটের তীব্র রশ্মির কারণে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটছে বলে জানান সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দিনের চেয়ে রাতে দুর্ঘটনাকবলিত রোগীর সংখ্যা বেশি। তবে দুর্ঘটনার শিকার বেশির ভাগ রোগী ছোট গাড়ির চালক ও যাত্রী।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইদানীং অধিকাংশ ছোট যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। তবে লাইটের ব্যবহার চালকের ইচ্ছেমতো যত্রতত্র সংযোজন করা হচ্ছে। রাতে এলইডি লাইটের মাত্রাতিরিক্ত রশ্মি বিপরীত দিক থেকে আসা গাড়িচালকদের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্খারুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে অনেক চালক রাতে যানবাহনে এলইডি লাইট ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে বিষয়টি আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে