বগুড়া প্রতিনিধি
রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন, রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ ছাড়াও বিএনপির নেতা-কর্মীদের বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি করছে বলেও জানান এ নেতা।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব নেতা-কর্মীকে আটক করা হয়। তবে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, আটক, তল্লাশি পুলিশের নিয়মিত কাজের অংশ। বিএনপির সমাবেশ উপলক্ষে পুলিশ কাউকে আটক করেনি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কাহালু উপজেলা বিএনপির ৩০ জন নেতা-কর্মী ঢাকা থেকে বাস যোগ রাজশাহীতে যাচ্ছিলেন। বুধবার মধ্য রাতে ঢাকার সভার থানার পুলিশ বাস থামিয়ে ৩০ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যান। কাহালু থানা-পুলিশের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিএনপির ৩০ জন নেতা-কর্মী ঢাকা থেকেই বাসে রাজশাহীতে যাচ্ছিলেন সমাবেশে যোগ দিতে।
এ ছাড়াও বগুড়ার দুপচাঁচিয়ায় সাতজন, শেরপুরে একজন, ধুনটে ছয়জন, সারিয়াকান্দিতে একজন, সোনাতলায় একজনসহ বিভিন্ন থানায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘বুধবার রাতে সোনাতলা উপজেলা বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী একটি বাস ভাড়া নিয়ে নওগাঁ হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে আদমদীঘি থানা-পুলিশ বাসটি জব্দ করে। তবে নেতা-কর্মীদের কাউকে পুলিশ আটক করতে পারেনি।’
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপির সমাবেশ উপলক্ষে কাউকে আটক করা হয়নি। বুধবার রাতে বিভিন্ন মামলা, সন্দেহ ভাজন নয়জনকে আটক করা হয়েছে। তারা বিএনপি করে কি না জানি না।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বুধবার রাত ১টার দিকে একটি বাস বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। পুলিশ থামানোর সংকেত দিলে বাস থামিয়ে যাত্রীরা পালিয়ে যান। বাসটি বগুড়া-সোনাতলা রুটে চলাচল করে। কাগজ না থাকায় বাসটি থানায় জব্দ রাখা হয়েছে।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘রাজশাহীতে বিএনপির সমাবেশ উপলক্ষে পুলিশ কাউকে আটক করেনি। গ্রেপ্তার তল্লাশি পুলিশের নিয়মিত কাজের অংশ। যাঁদের আটক করা হয়েছে তাঁরা বিএনপির নেতা-কর্মী কি না তা আমাদের জানা নেই।’
রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন, রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ ছাড়াও বিএনপির নেতা-কর্মীদের বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি করছে বলেও জানান এ নেতা।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব নেতা-কর্মীকে আটক করা হয়। তবে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, আটক, তল্লাশি পুলিশের নিয়মিত কাজের অংশ। বিএনপির সমাবেশ উপলক্ষে পুলিশ কাউকে আটক করেনি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কাহালু উপজেলা বিএনপির ৩০ জন নেতা-কর্মী ঢাকা থেকে বাস যোগ রাজশাহীতে যাচ্ছিলেন। বুধবার মধ্য রাতে ঢাকার সভার থানার পুলিশ বাস থামিয়ে ৩০ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যান। কাহালু থানা-পুলিশের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিএনপির ৩০ জন নেতা-কর্মী ঢাকা থেকেই বাসে রাজশাহীতে যাচ্ছিলেন সমাবেশে যোগ দিতে।
এ ছাড়াও বগুড়ার দুপচাঁচিয়ায় সাতজন, শেরপুরে একজন, ধুনটে ছয়জন, সারিয়াকান্দিতে একজন, সোনাতলায় একজনসহ বিভিন্ন থানায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘বুধবার রাতে সোনাতলা উপজেলা বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী একটি বাস ভাড়া নিয়ে নওগাঁ হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে আদমদীঘি থানা-পুলিশ বাসটি জব্দ করে। তবে নেতা-কর্মীদের কাউকে পুলিশ আটক করতে পারেনি।’
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপির সমাবেশ উপলক্ষে কাউকে আটক করা হয়নি। বুধবার রাতে বিভিন্ন মামলা, সন্দেহ ভাজন নয়জনকে আটক করা হয়েছে। তারা বিএনপি করে কি না জানি না।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বুধবার রাত ১টার দিকে একটি বাস বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। পুলিশ থামানোর সংকেত দিলে বাস থামিয়ে যাত্রীরা পালিয়ে যান। বাসটি বগুড়া-সোনাতলা রুটে চলাচল করে। কাগজ না থাকায় বাসটি থানায় জব্দ রাখা হয়েছে।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘রাজশাহীতে বিএনপির সমাবেশ উপলক্ষে পুলিশ কাউকে আটক করেনি। গ্রেপ্তার তল্লাশি পুলিশের নিয়মিত কাজের অংশ। যাঁদের আটক করা হয়েছে তাঁরা বিএনপির নেতা-কর্মী কি না তা আমাদের জানা নেই।’
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ র
১৮ মিনিট আগেসাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৯ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগে