শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশারচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। অপর একজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চমর পাথালালিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (৩০), শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে বাবলু প্রাং (৬০), ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের শাবান আলীর ছেলে হৃদয় (২০) ও তার স্ত্রী সাফিয়া বেগম (১৮)। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপর দিকে আহত ব্যক্তির নাম রতন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের মির্জাপুর থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা থেকে নওগাঁ) হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক জানান, অটোরিকশাটি মহাসড়কের বামপাশ দিয়েই যাচ্ছিল। কিন্তু বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এই অবস্থায় অটোরিকশাটি সড়ক থেকে নামার চেষ্টা করলেও মহাসড়কের পাশে রাখা বালিতে আটকে যায়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন নাদির হোসেন জানান, আমরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করেছি। তবে গাড়ির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি পুলিশি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাশগুলো তৎক্ষণাৎ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশারচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। অপর একজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চমর পাথালালিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (৩০), শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে বাবলু প্রাং (৬০), ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের শাবান আলীর ছেলে হৃদয় (২০) ও তার স্ত্রী সাফিয়া বেগম (১৮)। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপর দিকে আহত ব্যক্তির নাম রতন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের মির্জাপুর থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা থেকে নওগাঁ) হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক জানান, অটোরিকশাটি মহাসড়কের বামপাশ দিয়েই যাচ্ছিল। কিন্তু বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এই অবস্থায় অটোরিকশাটি সড়ক থেকে নামার চেষ্টা করলেও মহাসড়কের পাশে রাখা বালিতে আটকে যায়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন নাদির হোসেন জানান, আমরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করেছি। তবে গাড়ির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাসটি পুলিশি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাশগুলো তৎক্ষণাৎ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২ ঘণ্টা আগে