নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৩ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৪ ঘণ্টা আগে