নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক পুলিশ সুপারের (এসপি) করা মামলায় একটি কোচিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মনিরুজ্জামান বাবুল। তিনি বেসরকারি মমতা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক। গতকাল বুধবার রাতে বাবুলকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ।
মামলার বাদী আব্দুর রহিম শাহ চৌধুরী বর্তমানে টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি (ট্রেনিং) পদে কর্মরত। গত বছরের ২৮ আগস্ট তিনি মনিরুজ্জামান বাবুল ও শবনম মোস্তারি নামে এক নারীর বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাবুল এবং মমি। এ ঘটনায় বোয়ালিয়া আমলি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে প্রতারক বাবুল এবং মমির বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগেও এসপি আব্দুর রহিম শাহ চৌধুরী বোয়ালিয়া মডেল থানায় গতবছর আরেকটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে এসপি রহিম উল্লেখ করেন, ২০১৬ সালে ‘মমতা ট্রেনিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন মনিরুজ্জামান বাবুল এবং শবনম মোস্তারি মমি। বালিয়াপুকুর এলাকায় ইনস্টিটিউটের জন্য তার বাড়িটি ভাড়া নেন তারা। বাড়িটি ভাড়া নিয়ে এখনো দখলে রেখেছেন বাবুল এবং মমি। দীর্ঘ সাড়ে সাত বছরে ২৪ লাখ টাকা বাড়ি ভাড়াও পরিশোধ করেনি তারা।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘বোয়ালিয়া থানার মামলায় রাজপাড়া থানা এলাকার বাসিন্দা বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তাই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে।’
রাজশাহীতে এক পুলিশ সুপারের (এসপি) করা মামলায় একটি কোচিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মনিরুজ্জামান বাবুল। তিনি বেসরকারি মমতা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক। গতকাল বুধবার রাতে বাবুলকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ।
মামলার বাদী আব্দুর রহিম শাহ চৌধুরী বর্তমানে টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি (ট্রেনিং) পদে কর্মরত। গত বছরের ২৮ আগস্ট তিনি মনিরুজ্জামান বাবুল ও শবনম মোস্তারি নামে এক নারীর বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাবুল এবং মমি। এ ঘটনায় বোয়ালিয়া আমলি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে প্রতারক বাবুল এবং মমির বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগেও এসপি আব্দুর রহিম শাহ চৌধুরী বোয়ালিয়া মডেল থানায় গতবছর আরেকটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে এসপি রহিম উল্লেখ করেন, ২০১৬ সালে ‘মমতা ট্রেনিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন মনিরুজ্জামান বাবুল এবং শবনম মোস্তারি মমি। বালিয়াপুকুর এলাকায় ইনস্টিটিউটের জন্য তার বাড়িটি ভাড়া নেন তারা। বাড়িটি ভাড়া নিয়ে এখনো দখলে রেখেছেন বাবুল এবং মমি। দীর্ঘ সাড়ে সাত বছরে ২৪ লাখ টাকা বাড়ি ভাড়াও পরিশোধ করেনি তারা।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘বোয়ালিয়া থানার মামলায় রাজপাড়া থানা এলাকার বাসিন্দা বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তাই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে।’
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেচাঁদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
১১ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।
১৮ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু
৩৬ মিনিট আগে