রাজশাহী প্রতিনিধি
দুই বছরের প্রেম। পরিকল্পনা ছিল প্রেমিকের দেশে গিয়েই পরিণয়ের কাজটা সারবেন আলিশা এ্যানি সিনড্রেলা (২৬)। সে অনুযায়ী রাজশাহী এসে বিয়ের পিঁড়িতে বসেছেন এই মালয়েশিয়ান তরুণী। আগামী মাসেই স্বামী মো. জুলফিকারকে নিয়ে নিজ দেশে ফিরতে চান তিনি।
জুলফিকার (২৭) রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। ২০১৫ সাল থেকে থাকেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি করেন ব্যবসাও। মাঝে মাঝে দেশে আসেন। এরই মধ্যে দু বছর আগে আলিশার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর।
মাস ছয়েক আগে দেশে ফেরেন জুলফিকার। তার দুই মাস আগেই সিদ্ধান্ত নেন বিয়ের। আর ওই বিয়ে বাংলাদেশে হবে বলেও সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে আসেন আলিশা। ঈদের পর গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয় গায়েহলুদ। পরদিন হয় বিয়ে। এই বিয়েতে খুশি জুলফিকারের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাই।
আজ বুধবার সন্ধ্যায় কথা হয় জুলফিকারের সঙ্গে। তিনি জানান, আলিশা এ্যানি সিনড্রেলাকে তিনি ডাকেন স্যান্ড্রি নামে। তিনি মালয়েশিয়ার একটি ভিসা এজেন্সিতে চাকরি করেন। বছর দু-এক আগে মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। তিনি তখন তাঁদের পাসপোর্টগুলো আলিশাকে দিয়েছিলেন। আলিশা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই থেকেই তাঁদের সুসম্পর্ক। একপর্যায়ে হয়ে যায় মনের দেওয়া-নেওয়া। তারপরই বিয়ের সিদ্ধান্ত।
জুলফিকার জানান, মানুষ হিসেবে তাঁর স্ত্রী অসাধারণ। আলিশা আগে খ্রিষ্টান ছিলেন। বিয়ের আগে মুসলমান হয়েছেন। মুসলিম রীতিতে তাঁদের বিয়ে হয়েছে। এখন তাঁরা বাড়িতে এবং ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। রাজশাহী শহর খুব পছন্দ হয়েছে আলিশার।
আলিশা জানালেন, আগামী মাসেই তাঁরা একসঙ্গে মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দুজন নিজেদের মতো করে জীবন সাজাতে চান। আর মাঝে মাঝে আসতে চান বাংলাদেশে।
দুই বছরের প্রেম। পরিকল্পনা ছিল প্রেমিকের দেশে গিয়েই পরিণয়ের কাজটা সারবেন আলিশা এ্যানি সিনড্রেলা (২৬)। সে অনুযায়ী রাজশাহী এসে বিয়ের পিঁড়িতে বসেছেন এই মালয়েশিয়ান তরুণী। আগামী মাসেই স্বামী মো. জুলফিকারকে নিয়ে নিজ দেশে ফিরতে চান তিনি।
জুলফিকার (২৭) রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। ২০১৫ সাল থেকে থাকেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি করেন ব্যবসাও। মাঝে মাঝে দেশে আসেন। এরই মধ্যে দু বছর আগে আলিশার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর।
মাস ছয়েক আগে দেশে ফেরেন জুলফিকার। তার দুই মাস আগেই সিদ্ধান্ত নেন বিয়ের। আর ওই বিয়ে বাংলাদেশে হবে বলেও সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে আসেন আলিশা। ঈদের পর গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয় গায়েহলুদ। পরদিন হয় বিয়ে। এই বিয়েতে খুশি জুলফিকারের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাই।
আজ বুধবার সন্ধ্যায় কথা হয় জুলফিকারের সঙ্গে। তিনি জানান, আলিশা এ্যানি সিনড্রেলাকে তিনি ডাকেন স্যান্ড্রি নামে। তিনি মালয়েশিয়ার একটি ভিসা এজেন্সিতে চাকরি করেন। বছর দু-এক আগে মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। তিনি তখন তাঁদের পাসপোর্টগুলো আলিশাকে দিয়েছিলেন। আলিশা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই থেকেই তাঁদের সুসম্পর্ক। একপর্যায়ে হয়ে যায় মনের দেওয়া-নেওয়া। তারপরই বিয়ের সিদ্ধান্ত।
জুলফিকার জানান, মানুষ হিসেবে তাঁর স্ত্রী অসাধারণ। আলিশা আগে খ্রিষ্টান ছিলেন। বিয়ের আগে মুসলমান হয়েছেন। মুসলিম রীতিতে তাঁদের বিয়ে হয়েছে। এখন তাঁরা বাড়িতে এবং ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। রাজশাহী শহর খুব পছন্দ হয়েছে আলিশার।
আলিশা জানালেন, আগামী মাসেই তাঁরা একসঙ্গে মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দুজন নিজেদের মতো করে জীবন সাজাতে চান। আর মাঝে মাঝে আসতে চান বাংলাদেশে।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
৭ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
১২ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২৫ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ মিনিট আগে