শেরপুরে মহাসড়কের আন্ডারপাস সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন  

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৮: ০৩

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক সম্প্রসারণে নির্ধারিত স্থানে আন্ডারপাস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সিমাবাড়ী বগুড়ার বাজার বাসস্ট্যান্ডে সকাল ১০ থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন বর্তমানে শিল্প এলাকা হিসেবে গড়ে উঠেছে। এখান দিয়ে মহাসড়কে একদিকে যেমন দূরপাল্লার যানবাহন চলাচল করে, অন্যদিকে এখানে সিংড়া-নাটোর ও ধুনট-কাজীপুর রুটের সংযোগ সড়ক ও রয়েছে। তাই এর গুরুত্ব বিবেচনায় মহাসড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে এর মূল পরিকল্পনায় এখানে একটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মূল নকশা পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অনুমোদিত নকশা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। 

সিমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সাধারণ সম্পাদক মনছুর রহমান আকন্দ, সদস্য আজিজুল ইসলাম মজনু, মো. গোলাম রফিক, সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান খান, ইউপি সদস্য আঃ লতিফ ফকির, সাবেক প্রো-ভিপি চঞ্চল কুমার কুণ্ড, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল কবির তালুকদার, সাবেক সহসভাপতি ইকবাল হাসান, সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার বসাক, সিমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গোলাম মো. সোহাগ, ইউপি সদস্য দুলালুর রহমান, সেলিম তালুকদার ও ডা মোমিনুল খন্দকার আলাল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত