আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন।
অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন।
অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১২ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১৯ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে