রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ৫ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৩: ৫০

রাজশাহীতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাটডাউনের সমর্থনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানান নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, আহত পাঁচজনের মধ্যে একজন নগরীর শাহমখদুম কলেজের ছাত্র। তাঁর ঘাড়ে চাপাতির কোপ লেগেছে। শহরের সাহেববাজার এলাকায় সংঘর্ষের সময় আহত হন তিনি। এই এলাকায় বাজারের একজন ডাল ব্যবসায়ী আহত হয়েছেন।

শহরের ভুবনমোহন পার্ক এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। রাণীবাজারে আহত হয়েছেন এক যুবলীগকর্মী। এ ছাড়া মিয়াপাড়া এলাকায় সংঘর্ষ চলাকালে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটডাউনের সমর্থনে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে তাঁদের ওপর হামলা হয়। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। হামলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সংঘর্ষ হয়েছে এ রকম কেউ আমাকে জানাননি। আমরা কাউকে আটক করিনি। আহত কতজন সেটাও বলতে পারব না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

ভারত-বাংলাদেশ আলোচনায় হাসিনা প্রসঙ্গে উত্তপ্ত মুহূর্ত

বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের

কেশবপুরে ২ প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের লুটপাট-অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

২৫ টাকায় মাটি পরীক্ষা, ভ্রাম্যমাণ গবেষণাগার যাচ্ছে ৫৬ উপজেলায়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত