বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রকাশ্যে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ‘বখাটেরা’। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। পরে তাঁর মোটরসাইকেলে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার চকলোকমান শ্যামলী মোড় এলাকায় হামলার শিকার হন আব্দুল খালেক। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাত হোসেন বলেন, ‘হামলা শিকার পুলিশ সদস্য আব্দুল খালেক রোববার বিকেলে চকলোকমান এলাকাতে দায়িত্ব পালন করছিলেন। শ্যামলী মোড় এলাকায় সাতজন বখাটে মদপান করে বেপরোয়াভাবে চলাচল করছিল। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময় পুলিশ সদস্য আব্দুল খালেক তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেকের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর (কিল-ঘুষি) শুরু করে। ওই সময় নিজেকে বাঁচাতে আব্দুল খালেক মোটরসাইকেল ফেলে দৌঁড় দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে বখাটেরা।’
তিনি জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। আর বাকি দুজন অজ্ঞাত।
বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধর করা হলেও তিনি গুরুতর আহত হননি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
বগুড়ায় প্রকাশ্যে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ‘বখাটেরা’। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। পরে তাঁর মোটরসাইকেলে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার চকলোকমান শ্যামলী মোড় এলাকায় হামলার শিকার হন আব্দুল খালেক। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাত হোসেন বলেন, ‘হামলা শিকার পুলিশ সদস্য আব্দুল খালেক রোববার বিকেলে চকলোকমান এলাকাতে দায়িত্ব পালন করছিলেন। শ্যামলী মোড় এলাকায় সাতজন বখাটে মদপান করে বেপরোয়াভাবে চলাচল করছিল। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময় পুলিশ সদস্য আব্দুল খালেক তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেকের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর (কিল-ঘুষি) শুরু করে। ওই সময় নিজেকে বাঁচাতে আব্দুল খালেক মোটরসাইকেল ফেলে দৌঁড় দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে বখাটেরা।’
তিনি জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। আর বাকি দুজন অজ্ঞাত।
বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধর করা হলেও তিনি গুরুতর আহত হননি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেচাঁদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
১০ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।
১৬ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু
৩৫ মিনিট আগে