গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করে গণটিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেছেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী। আজ রোববার বিকেলে উপজেলা পরিববার কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকালে নাজিরপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী প্রথমে চন্দ্রপুর-তুলাধুনা কেন্দ্রে এবং পরে আরও দুটি কেন্দ্রে নিজে টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যকর্মীরা চেয়ারম্যানকে বাধা দিলে তিনি স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান আইয়ুব আলী এক বৃদ্ধাকে টিকা পুশ করছেন। তাঁকে ঘিরে রেখেছেন তাঁর কর্মী সমর্থকেরা। ওই ছবি ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রমের দায়িত্বরত ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাজিরপুরের তিনটি কেন্দ্রের মধ্যে চন্দ্রপুর-ধুলাধুনা কেন্দ্রে দায়িত্বে ছিলেন মো. হারিজ, চকআদালত খাঁ কেন্দ্রে মো. শিহাব উদ্দিন ও নাজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নাজনীন আক্তার আমীন। এ ছাড়া টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান ও স্যাকমো আশরাফুল আলমও করোনার টিকাদানের দায়িত্বে ছিলেন।
টিকাদানের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী হারিজ জানান, চন্দ্রপুর-তুলাধুনা মোড় কেন্দ্রে ছিলেন তিনি। সকাল প্রায় ১০টার দিকে চেয়ারম্যান আইয়ুব আলী টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করতে চান। এ সময় তিনি চেয়ারম্যানকে বাধা দিলেও চেয়ারম্যান আইয়ুব আলী তা মেনে জোরপূর্বক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একই কথা জানান আরও দুই স্বাস্থ্য সহকারী।
নাজিরপুর ইউনিয়ন টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান জানান, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে তিনি খবর পান সংশ্লিষ্ট চেয়ারম্যান আইয়ুব আলী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল দশটার পর তিনি জানতে পারেন টিকাদানের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের বাধা নিষেধ উপেক্ষা করে চেয়ারম্যান নিজেই টিকা ভর্তি সিরিঞ্জটি একজনের শরীরে পুশ করেন। এভাবে পর্যায়ক্রমে তিনটি কেন্দ্রেই তিনি টিকা পুশ করেন।
চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও শরীরে টিকা পুশ করেননি। স্বাস্থ্য কর্মীদের অনুরোধে তিনি সিরিঞ্জ হাতে পুশ করার পোজে ছবি উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও স্যাকমো ছাড়া অন্য কেউ কোনো প্রকার টিকা পুশ করতে পারবেন না। নাজিরপুরের তিনটি কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের টিকা পুশ করার ব্যাপারটি দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৫ স্বাস্থ্য কর্মীদের নোটিশ দিলে তারা সন্তোষজনক উত্তর দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করে গণটিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেছেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী। আজ রোববার বিকেলে উপজেলা পরিববার কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকালে নাজিরপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী প্রথমে চন্দ্রপুর-তুলাধুনা কেন্দ্রে এবং পরে আরও দুটি কেন্দ্রে নিজে টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যকর্মীরা চেয়ারম্যানকে বাধা দিলে তিনি স্বাস্থ্য কর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক টিকা পুশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান আইয়ুব আলী এক বৃদ্ধাকে টিকা পুশ করছেন। তাঁকে ঘিরে রেখেছেন তাঁর কর্মী সমর্থকেরা। ওই ছবি ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রমের দায়িত্বরত ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাজিরপুরের তিনটি কেন্দ্রের মধ্যে চন্দ্রপুর-ধুলাধুনা কেন্দ্রে দায়িত্বে ছিলেন মো. হারিজ, চকআদালত খাঁ কেন্দ্রে মো. শিহাব উদ্দিন ও নাজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নাজনীন আক্তার আমীন। এ ছাড়া টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান ও স্যাকমো আশরাফুল আলমও করোনার টিকাদানের দায়িত্বে ছিলেন।
টিকাদানের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী হারিজ জানান, চন্দ্রপুর-তুলাধুনা মোড় কেন্দ্রে ছিলেন তিনি। সকাল প্রায় ১০টার দিকে চেয়ারম্যান আইয়ুব আলী টিকা পুশ করে কার্যক্রমের উদ্বোধন করতে চান। এ সময় তিনি চেয়ারম্যানকে বাধা দিলেও চেয়ারম্যান আইয়ুব আলী তা মেনে জোরপূর্বক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একই কথা জানান আরও দুই স্বাস্থ্য সহকারী।
নাজিরপুর ইউনিয়ন টিকাদান কর্মসূচির সমন্বয়ক সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মুছাদ্দুর রহমান জানান, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে তিনি খবর পান সংশ্লিষ্ট চেয়ারম্যান আইয়ুব আলী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল দশটার পর তিনি জানতে পারেন টিকাদানের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের বাধা নিষেধ উপেক্ষা করে চেয়ারম্যান নিজেই টিকা ভর্তি সিরিঞ্জটি একজনের শরীরে পুশ করেন। এভাবে পর্যায়ক্রমে তিনটি কেন্দ্রেই তিনি টিকা পুশ করেন।
চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও শরীরে টিকা পুশ করেননি। স্বাস্থ্য কর্মীদের অনুরোধে তিনি সিরিঞ্জ হাতে পুশ করার পোজে ছবি উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও স্যাকমো ছাড়া অন্য কেউ কোনো প্রকার টিকা পুশ করতে পারবেন না। নাজিরপুরের তিনটি কেন্দ্রে ইউপি চেয়ারম্যানের টিকা পুশ করার ব্যাপারটি দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৫ স্বাস্থ্য কর্মীদের নোটিশ দিলে তারা সন্তোষজনক উত্তর দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৪ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে