প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন। জরিমানা করেও আটকানো যাচ্ছে না তাঁদের। এ ছাড়া অলিগলিতে কমেনি জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। চলছে অটোরিকশা, ইজিবাইক আর মোটরসাইকেল।
পৌরশহরের ব্যবসায়ীরা শাটার অর্ধেক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌরশহরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারায় ও গ্যাস লাইনে গরু ছাগলের হাট লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত উল্লাপাড়ার পৌরশহরে ও গ্যাস লাইনের গরু ছাগলের হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয় মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপ্রয়োজনে যারা অটোরিকশা নিয়ে বাইরে বের হয়েছে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়। তবে ফেরত অটোগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে আবারও শহরে প্রবেশ করে। প্রশাসন থেকে নানাভাবে মানুষকে ঘরে থাকতে বললেও অধিকাংশ মানুষ বিধিনিষেধ মানছেন না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
গত বৃহস্পতিবার পর্যন্ত উল্লাপাড়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলামিন সরকারসহ মোট ২৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন। জরিমানা করেও আটকানো যাচ্ছে না তাঁদের। এ ছাড়া অলিগলিতে কমেনি জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। চলছে অটোরিকশা, ইজিবাইক আর মোটরসাইকেল।
পৌরশহরের ব্যবসায়ীরা শাটার অর্ধেক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌরশহরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারায় ও গ্যাস লাইনে গরু ছাগলের হাট লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত উল্লাপাড়ার পৌরশহরে ও গ্যাস লাইনের গরু ছাগলের হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয় মামলায় নয়জনকে সর্বমোট ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপ্রয়োজনে যারা অটোরিকশা নিয়ে বাইরে বের হয়েছে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়। তবে ফেরত অটোগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে আবারও শহরে প্রবেশ করে। প্রশাসন থেকে নানাভাবে মানুষকে ঘরে থাকতে বললেও অধিকাংশ মানুষ বিধিনিষেধ মানছেন না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
গত বৃহস্পতিবার পর্যন্ত উল্লাপাড়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলামিন সরকারসহ মোট ২৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৭ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে