বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।
সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।
বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।
সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে